#নিউইয়র্ক: তিনি প্রাক্তন পর্নস্টার। দীর্ঘ দিন পর্নের সঙ্গে যুক্ত না থাকলেও বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয় নাম মিয়া খলিফা (Mia Khalifa)। তাঁর সোশ্যাল মিডিয়া জুড়ে উপস্থিতি খুবই চোখে পড়ার মতো। ফ্যানেদের সাড়াও কম কিছু না। সব মিলিয়ে তিনি এখনও জনপ্রিয়তম সেলেব্রিটিদের মধ্যে অন্যতম। তিনিই একটি ভিডিও পোস্ট করেছেন টিকটকে। যেখানে তিনি তাঁর ভবিষ্যতের কাল্পনিক কন্যার সঙ্গে কথা বলছেন। আর বলছেন, আমার মতো বুক আর নাক পেতে গেলে তোমাকে অনেক টাকা খরচ করতে হবে।
আরও পড়ুন: ভয়ঙ্কর সুন্দর! সূর্যে পৌঁছে গেল নাসার মহাকাশ যান, কী আছে সেখানে?
এই কথাতেই প্রকাশিত হয়েছে, মিয়া কৃত্রিম ভাবে বক্ষযুগলের আকার পরিবর্তনের জন্য খরচ করেছিলেন প্রায় ১৩ হাজার ইউরো। তিনি নিজের মনেই কাল্পনিক কন্যাকে সে কথা জানিয়ে বলছেন, "মা বক্ষযুগলের অস্ত্রোপচার খরচ করেছে ১৩ হাজার ইউরো, নাকের জন্য খরচ করেছে ১৫ হাজার ইউরো। আমাকেও তাড়াতাড়ি টাকা জমাতে হবে।" মিয়াকে বলতে শোনা গিয়েছে, যেন তাঁর মেয়ে বলছে, মা, আমি বড় হতে একে বারে তোমার মতো দেখতে হতে চাই। তার উত্তরেই মিয়া এই কথা বলছেন।
আরও পড়ুন: রাতের আকাশে উল্কাবৃষ্টি! কখন-কীভাবে দেখবেন অপূর্ব এই মহাজাগতিক দৃশ্য?
এই ভিডিওতে ইতিমধ্যে ২ হাজারের কাছাকাছি লাইক দিয়েছেন সাধারণ মানুষ। অনেকেই হেসে উঠেছেন মিয়ার কথায়। মিয়া অবশ্য লিখে দিয়েছেন, তাঁর শরীর নিয়ে মেয়ের সঙ্গে কথা বলতে অস্বস্তিই হবে। কিন্তু যদি কথা হয়, তা হলে এমনই উত্তর দেবেন তিনি। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মিয়াকে নিয়ে নতুন একটি খবর, যে তিনি নাকের অস্ত্রোপচার করেছেন। এর আগে দুর্ঘটনার মুখে পড়ায় নিজের বক্ষযুগলের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন মিয়া খলিফা। সে খবরও এসেছিল কয়েকদিন আগে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mia Khalifa