তোর আমার গল্প হোক! পুজো কাটুক মেখ্লার তিন ভিন্ন স্বাদের গানে

Last Updated:

Mekhla dasgupta new songs 2022 : কোনোটায় ভোরের আমেজ , কোনোটায় প্রেমের ছোঁয়া কোনোটায় আবার একঘেয়ে জীবন থেকে নিজেকে একটু পাল্টানোর আমেজ ৷

#কলকাতা : পুজোর সময় নতুন গান না শুনলে পুজোটা একেবারে অসম্পূর্ণ বলে মনে হয় ৷  পুজোর নতুন গান বেরোলে যেন পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যায় ৷ তাই পুজোর আমেজ আরও মনোরম করতে  পুজোর গান নিয়ে হাজির হয়েছেন শিল্পী মেখ্লা দাশগুপ্ত , বনিকণ্ঠ সাহা ও পার্থ প্রতীম ঘোষ ৷
পর পর তিনটি মন ভোলানো গান  প্রকাশ পেয়েছে পুজোর সময় ৷  মন মাতানো গানগুলি ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেট মহলে ৷ কোনোটায় ভোরের আমেজ , কোনোটায় প্রেমের ছোঁয়া কোনোটায় আবার একঘেয়ে জীবন থেকে নিজেকে একটু পাল্টানোর আমেজ ৷ পর পর তিনটে গানই জমিয়ে দিতে পারে পুজোর মরশুম ৷ পুজোর প্রেম হোক বা একাকীত্ব দুই ক্ষেত্রেই আনন্দের ছোঁয়া দিয়েছে মেখলা দাশগুপ্তের গানগুলি ৷
advertisement
advertisement
পুজোর মরশুমে মন মাতানো গানগুলির মধ্যে একেবারে ভিন্ন স্বাদ এনে দিয়েছে মেখ্লা দাশগুপ্তর 'আকাশ ছুঁয়ে আসি' গানটি ৷ অত্যন্ত মনোরম প্রাকৃতিক দৃশ্য ধরা পড়েছে এই গানে ৷ গানের দৃশ্য দেখে রূপকথার দেশের কথা মনে পড়ে যায় ৷ মনে হয় যেন কোন এক মায়াবী রূপকথার রাজ্যে চলে এসেছি ৷
advertisement
পুজোর মরশুম অথচ প্রেমের গান থাকবেনা , তা আবার হয়?  তাই এক মন মাতানো প্রেমের গান  'তোর আমার গল্প হোক' ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজেনদের ৷
advertisement
পুজোর দিনগুলোয় ভোরের বেলায় ব্রহ্মসংগীত শুনলে যেন মনে হয় এক ভিনরাজ্যে পাড়ি দিয়েছি ৷ মেখ্লা দাশগুপ্তর 'মধুর প্রভাতে' গানটি দিয়ে পুজোর দিনের সকালগুলো শুরু করলে মন্দ হবে না ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
তোর আমার গল্প হোক! পুজো কাটুক মেখ্লার তিন ভিন্ন স্বাদের গানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement