নয়াদিল্লি : জনপ্রিয় পাকিস্তানি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী মেহউইশ হায়াত (Mehwish Hayat) গত ১৪ অগাস্ট তাঁর দেশবাসীকে স্বাধীনতা দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জানান ৷ কিন্তু সেই পোস্টেও তীব্র ট্রোলিংয়ের মুখে পড়লেন তিনি ৷ অভিনেত্রীর ছবির নীচেই ট্রোলাররা মন্তব্য করেন তাঁর অন্তর্বাসের রং নিয়ে! সাদা পোশাকের নীচে তরুণীর অন্তর্বাসের রং অনুমান করার চেষ্টা করেছেন ট্রোলাররা ৷
অশ্লীল এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানান তিনি ৷ লেখেন, ‘‘আমার এই পোস্টের নীচে কিছু মন্তব্য আমাকে পীড়িত করেছে ৷ বিকৃতকামীরা আমার ব্রা কী রঙের তা নিয়ে তর্ক করেছে ৷ এর থেকেই বোঝা যায় তারা কতটা অসুস্থ এবং তাদের মনের অবস্থা কতটা হীন! কালো, ধূসর অথবা সবুজ, যা-ই হোক না কেন, এটা তোমাদের ভাববার বিষয় নয় ৷ ’’
পাশাপাশি পাকিস্তানে এক মহিলা টিকটকার-ও স্বাধীনতা দিবসে চরম হেনস্থার শিকার হন ৷ লাহৌর পুলিশের কাছে এই মর্মে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা টিকটকার এবং তাঁর সঙ্গীরা ৷ জানিয়েছেন, শনিবার তাঁরা ছিলেন গ্রেটার ইকবাল পার্কে৷ সে সময় উপস্থিত জনতার হাতে তাঁরা লাঞ্ছিত হন ৷ মারধরের পাশাপাশি তাঁদের জিনিসও চুরি করা হয় বলে অভিযোগ ৷
পুলিশের কাছে এফআইআর-এ তাঁরা বলেছেন, ৬ জন সঙ্গীর সঙ্গে ওই টিকটকার মিনার-ই-পাকিস্তানে কাছে স্বাধীনতা দিবসে ভিডিয়ো শ্যুট করছিলেন ৷ অভিযোগ, সে সময়ই তাঁদের উপর চড়াও হয় ৩০০ থেকে ৪০০ জনতা! সামাজিক মাধ্যমে সেই ঘটনার একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে ৷ দু’টি ঘটনারই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনদের বড় অংশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mehwish Hayat, Pakistan