Mehwish Hayat : সাদা পোশাকের নীচে অন্তর্বাসের রং নিয়ে তর্ক! স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পোস্টেও ট্রোলড নায়িকা

Last Updated:
নয়াদিল্লি : জনপ্রিয় পাকিস্তানি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী মেহউইশ হায়াত (Mehwish Hayat) গত ১৪ অগাস্ট তাঁর দেশবাসীকে স্বাধীনতা দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জানান ৷ কিন্তু সেই পোস্টেও তীব্র ট্রোলিংয়ের মুখে পড়লেন তিনি ৷ অভিনেত্রীর ছবির নীচেই ট্রোলাররা মন্তব্য করেন তাঁর অন্তর্বাসের রং নিয়ে! সাদা পোশাকের নীচে তরুণীর অন্তর্বাসের রং অনুমান করার চেষ্টা করেছেন ট্রোলাররা ৷
অশ্লীল এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানান তিনি ৷ লেখেন, ‘‘আমার এই পোস্টের নীচে কিছু মন্তব্য আমাকে পীড়িত করেছে ৷ বিকৃতকামীরা আমার ব্রা কী রঙের তা নিয়ে তর্ক করেছে ৷ এর থেকেই বোঝা যায় তারা কতটা অসুস্থ এবং তাদের মনের অবস্থা কতটা হীন! কালো, ধূসর অথবা সবুজ, যা-ই হোক না কেন, এটা তোমাদের ভাববার বিষয় নয় ৷ ’’
advertisement
advertisement
পাশাপাশি পাকিস্তানে এক মহিলা টিকটকার-ও স্বাধীনতা দিবসে চরম হেনস্থার শিকার হন ৷ লাহৌর পুলিশের কাছে এই মর্মে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা টিকটকার এবং তাঁর সঙ্গীরা ৷ জানিয়েছেন, শনিবার তাঁরা ছিলেন গ্রেটার ইকবাল পার্কে৷ সে সময় উপস্থিত জনতার হাতে তাঁরা লাঞ্ছিত হন ৷ মারধরের পাশাপাশি তাঁদের জিনিসও চুরি করা হয় বলে অভিযোগ ৷
advertisement
পুলিশের কাছে এফআইআর-এ তাঁরা বলেছেন, ৬ জন সঙ্গীর সঙ্গে ওই টিকটকার মিনার-ই-পাকিস্তানে কাছে স্বাধীনতা দিবসে ভিডিয়ো শ্যুট করছিলেন ৷ অভিযোগ, সে সময়ই তাঁদের উপর চড়াও হয় ৩০০ থেকে ৪০০ জনতা! সামাজিক মাধ্যমে সেই ঘটনার একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে ৷ দু’টি ঘটনারই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন  নেটিজেনদের বড় অংশ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mehwish Hayat : সাদা পোশাকের নীচে অন্তর্বাসের রং নিয়ে তর্ক! স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পোস্টেও ট্রোলড নায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement