অর্থ আত্মসাৎ মামলায় স্বস্তি! অবশেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবিন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিন তাঁকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার কথা বলেন। এ প্রতিশ্রুতিতে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লক্ষ টাকা নেন অভিনেত্রী ও তাঁর ভাই। পাওনা টাকা চাইতে গেলে নানা অজুহাত দেন বলে অভিযোগ। পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও জানা গিয়েছে।
story-element”>
advertisement
ঢাকা: জামিন পেলেন মেহজাবিন চৌধুরী ও তাঁর ভাই। ২৭ লাখ টাকা আত্মসাৎ-সহ হুমকির অভিযোগে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী। রবিবার সন্ধেয় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তাঁরা আত্মসমর্পণ করেন তিনি।
আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, গত ১৬ মার্চ বাদী মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে যা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। ঘটনাটি পুরো সাজানো। আসামি হিসাবে মেহজাবিন ও তাঁর ভাইয়ের যে ঠিকানা ব্যবহার করা হয়েছে, সেখানেও তাঁরা থাকেন না। আসামিরা তাঁদের বিরুদ্ধে সমন জারি হওয়ার বিষয়টি জানতেন না। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাঁরা বিষয়টি জানতে পারেন।
advertisement
আদালত সূত্রে জানা যায়, মামলার নির্ধারিত তারিখে আসামিরা হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফরোজা তানিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিন তাঁকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার কথা বলেন। এ প্রতিশ্রুতিতে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লক্ষ টাকা নেন অভিনেত্রী ও তাঁর ভাই। পাওনা টাকা চাইতে গেলে নানা অজুহাত দেন বলে অভিযোগ। পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও জানা গিয়েছে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 17, 2025 8:55 AM IST

