সব ফাইনাল ! ইনিই হচ্ছেন করণের নতুন স্টুডেন্ট অফ দ্য ইয়ার !
Last Updated:
গুঞ্জন তো চলছিলই ৷ করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতে কে হবে নায়ক, আর কে হবেন নায়িকা, তা নিয়ে বলিউড জুড়ে নানা স্পেকুলেশন
#মুম্বই: গুঞ্জন তো চলছিলই ৷ করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতে কে হবে নায়ক, আর কে হবেন নায়িকা, তা নিয়ে বলিউড জুড়ে নানা স্পেকুলেশন ৷ কেউ ভেবেছিলেন শাহরুখের ছেলে থাকবেন ছবিতে ৷ অন্যদিকে অনেকে ধরেই নিয়েছিলেন সইফ কন্যা সারা আলি খানকেই দেখা যাবে করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২-তে ৷ সঙ্গে নাম এসেছিল দিশা পটনানিরও ৷ তবে সব গুঞ্জনকে পাশে সরিয়ে রেখে একদিকে যেমন করণের স্টুডেন্ট হলেন টাইগার শ্রফ ৷ আর এবার করণ নায়িকা হিসেবে বেছে নিলেন চাঙ্কি পাণ্ডের মেয়ে আনায়া পাণ্ডেকে ৷
ছবির পোস্টার ট্যুইট করে করণ জানিয়ে ছিলেন ছবি রিলিজ হবে এই বছরের ২৩ নভেম্বর ৷ তবে এই ছবিতে টাইগারের বিপরীতে থাকবেন কারা, তা অবশ্য এই মাসেই খোলসা করার কথা ছিল করণের ৷ আর সে কথা মতোই করণ জানালেন আনায়া পাণ্ডেই হলেন তাঁর নতুন স্টুডেন্ট ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2018 5:01 PM IST