#MeToo:‘‘বিছানায় ফেলে দিয়ে আমার গায়ে উঠে পড়ল’’, মালিঙ্গার বিরুদ্ধে বিস্ফোরক বলিউডি গায়িকা

Last Updated:

মাইয়া মাইয়া গানের নেপথ্য গায়িকা, একাধিক বলিউড ছবিতে তাঁর গান প্রাণ দিয়েছে...

#মুম্বই: #Me Too - ক্যাম্পেনে একের পর তারকা ব্যক্তির নামে অভিযোগ উঠছে ৷ অর্জুন রনতুঙ্গার পর এবার আরও এক শ্রীলঙ্কান ক্রিকেটার লসিত মালিঙ্গার বিরুদ্ধে শ্লীলতাহানি -র অভিযোগ উঠল ৷
অভিযোগ করেছেন বলিউডের অন্যতম বিখ্যাত গায়িকা চিন্ময়ী শ্রীপদা ৷ বলিউডে গুরু- মাইয়া মাইয়া, তেরে বিনা, চেন্নাই এক্সপ্রেসের তিতলি, হাসিতো ফাসির জেহনশি -র মতো গান গেয়ে রীতিমতো ধুম মাচিয়েছেন বলিউডে ৷ তবে দক্ষিণী সিনেমায় তাঁর দাপট আরও অনেক বেশি ৷ এহেন তারকাকে মুম্বইতে যৌন হেনস্তা করেছিলেন তিনি ৷
Photo : Instagram Photo : Instagram
advertisement
advertisement
শ্রীপদা নিজের পোস্টে সেই ভয়ানক ঘটনার বিবরণ দিয়েছিলেন ৷ তিনি লিখেছেন মুম্বইতে নিজের বন্ধুর সঙ্গে গিয়েছিলেন চিন্ময়ী শ্রীপদা ৷ তাঁদের হোটেলেই আইপিএল খেলার জন্য হাজির ছিলেন লসিত মলিঙ্গা ৷ তিনি বিবরণ দিয়েছেন নিজের বন্ধুকে খুঁজে পাচ্ছিলেন না তিনি ৷ এমন সময় লসিত মলিঙ্গা জানান তাঁর বান্ধবী মলিঙ্গার ঘরে অপেক্ষা করছেন ৷ ফলে চিন্ময়ী শ্রীপদা মালিঙ্গার ঘরে যান ৷ সেখানে গিয়ে চিন্ময়ী দেখেন তাঁর বান্ধবী সেই ঘরে নেই ৷
advertisement
এই সুযোগে লসিত মলিঙ্গা তাঁকে সজোরে বিছানায় শুইয়ে দেন ৷ তাঁর ওপর চড়ে পড়েন ৷ তিনি জানিয়েছেন তাঁর গায়ে যথেষ্ট জোর থাকলেও তিনি মালিঙ্গাকে সরাতে পারছিলেন না ৷ তিনি নিজের চোখ ও মুখ বন্ধ করে নেন ৷ ফলে মলিঙ্গা তাঁর মুখমন্ডলকেই ব্যবহার করছিলেন ৷ এমন সময় হোটেলের স্টাফ দরজা নক করলে মালিঙ্গা তা খুলতে যান ৷ এই সুযোগে চিন্ময়ী শ্রীপদা ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে নেন এবং স্টাফের সঙ্গেই বেরিয়ে যান ৷ চিন্ময়ী আরও বলেছেন তিনি সে সময় এ কথা জানননি কারণ সকলে বলত তিনি সব জেনে বুঝেই লসিত মলিঙ্গার ঘরে গিয়েছিলেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeToo:‘‘বিছানায় ফেলে দিয়ে আমার গায়ে উঠে পড়ল’’, মালিঙ্গার বিরুদ্ধে বিস্ফোরক বলিউডি গায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement