‘Te3N’-এর শুটিংয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায়

Last Updated:

‘Te3N’- ছবির শুটিং চলছে শহরে ৷ এর আগেও বেশ কয়েকবার শহরের বিভিন্ন জায়গায় রিভু ভট্টাচার্য পরিচালিত এই ছবির শুটিং করতে দেখা গিয়েছে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্ছনকে ৷ স্কুটারে চড়ে কলকাতার অলিগলিতে ঘুরতে দেখা গিয়েছে অমিতাভকে ৷ কখনও একা তো কখনও আবার সহ-অভিনেতা নাওয়াজুদ্দিন সিদ্দিকির সঙ্গে ৷

#কলকাতা: ‘Te3N’- ছবির শুটিং চলছে শহরে ৷ এর আগেও বেশ কয়েকবার শহরের বিভিন্ন জায়গায় রিভু ভট্টাচার্য পরিচালিত এই ছবির শুটিং করতে দেখা গিয়েছে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে ৷ স্কুটারে চড়ে কলকাতার অলিগলিতে ঘুরতে দেখা গিয়েছে অমিতাভকে ৷ কখনও একা তো কখনও আবার সহ-অভিনেতা নাওয়াজুদ্দিন সিদ্দিকির সঙ্গে ৷
বৃহস্পতিবার পুরসভা লাগোয়া চ্যাপলিন স্কোয়ারে শুটিং করছিলেন অমিতাভ ৷ স্বভাবতই সুপারস্টার বিগ বি-কে দেখতে ভিড় জমে যায় এলাকায় ৷ শুটিং দেখতে ভিড় করে পুরকর্মীরাও ৷ দুপুর ২টো থেকে প্রায় লাটে উঠে পুরসভার কাজকর্ম ৷ শুটিংয়ের খবর পেয়ে অমিতাভের সঙ্গে দেখা করতে আসেন মেয়র শোভন চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ দেবব্রত মজুমদার ও তারক সিং। আগামী ২০ মে মুক্ত পেতে চলেছে এই ছবি ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘Te3N’-এর শুটিংয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement