Famous Actor Death News: চলে গেলেন ‘সিংঘম’ খ্যাত জনপ্রিয় অভিনেতা! ক্যানসার কেড়ে নিল রবীন্দ্রকে, শোকাচ্ছন্ন ইন্ডাস্ট্রি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Famous Marathi actor ravindra berde passes away: দু’দিন আগে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছিল রবীন্দ্র বের্দেকে। তারপরই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। শেষরক্ষা হল না। স্ত্রী, দুই সন্তান, পুত্রবধূ, নাতি-নাতনিকে রেখে চলে গেলেন প্রবীণ অভিনেতা।
মুম্বই: চলে গেলেন প্রবীণ অভিনেতা রবীন্দ্র বের্দে। ৭৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বহু বছর ধরে গলার ক্যানসারে ভুগছিলেন মরাঠি অভিনেতা। মুম্বই বেসরকারি হাসপাতালে কয়েক মাস ধরে চিকিৎসা চলছিল তাঁর।
দু’দিন আগে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছিল রবীন্দ্র বের্দেকে। তারপরই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। শেষরক্ষা হল না। স্ত্রী, দুই সন্তান, পুত্রবধূ, নাতি-নাতনিকে রেখে চলে গেলেন প্রবীণ অভিনেতা।
advertisement
মাত্র ২০ বছর বয়সে থিয়েটারে পা রাখেন রবীন্দ্র। ৩০০টিরও বেশি মরাঠি ছবি এবং পাঁচটি হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। অনিল কাপুর অভিনীত ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ এবং অজয় দেবগন অভিনীত ‘সিংহম’-এ দেখা গিয়েছিল তাঁকে। রবীন্দ্রর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
১৯৯৫ সালে একটি নাটকের সময় রবীন্দ্র বের্দে হৃদরোগে আক্রান্ত হন। এরপর ২০১১ সালে ক্যানসারের কবলে পড়েন। কিন্তু শিল্পের সঙ্গে একাত্ম হয়ে কঠিন সময়টি কাটিয়ে ওঠেন তিনি। নাটকের প্রতি অনুরাগ তাঁকে একদিনের জন্যেও বসতে দেয়নি। ক্যানসারে আক্রান্ত হয়েও নাটক দেখতে যেতেন নিয়মিত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2023 10:50 AM IST