Manoj Mitra Last Rites: রবীন্দ্রসদনে শায়িত থাকবে মনোজ মিত্রের নশ্বর দেহ, মরণোত্তর চক্ষুদান করে গিয়েছেন অশীতিপর নাট্যব্যক্তিত্ব

Last Updated:

Manoj Mitra Last Rites:অশীতিপর অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র চক্ষুদান করে গিয়েছেন৷ নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

অশীতিপর অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র চক্ষুদান করে গিয়েছেন
অশীতিপর অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র চক্ষুদান করে গিয়েছেন
বিবেক দাস, কলকাতা: প্রয়াত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্রের শেষকৃত্য সম্পন্ন হবে মঙ্গলবারই৷ এদিন দুপুর তিনটে সাড়ে তিনটে নাগাদ তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে৷ সেখানে তাঁর নশ্বর দেহ শায়িত থাকবে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য৷ তবে কিংবদন্তি অভিনেতাকে গান স্যালুট দেওয়া হবে কিনা, সেটা নিয়ে ভাবিত নয় পরিবার৷ কন্যা ময়ূরী মিত্র জানিয়েছেন, ‘‘গান স্যালুট হবে কি হবে না সেটা নিয়ে আমার কোন চিন্তাভাবনা নেই। বাবা সাধারণ মানুষ ছিলেন। তাঁর চিকিৎসা তাঁর নিজের অর্থেই হয়েছে।’’ অশীতিপর অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র চক্ষুদান করে গিয়েছেন৷ নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
মনোজকন্যা ময়ূরী আরও জানান, ‘‘ইন্দ্রনীল সেন গোটা বিষয়ে এর আগেও অনেক বার সাহায্য করেছেন। তিনি নিজে গোটা বিষয়টি দেখাশোনা করছেন।’’ মন্ত্রী ইন্দ্রনীল জানান, ‘‘বাড়ি থেকে প্রথমে মনোজ মিত্রে দেহ নিয়ে যাওয়া হবে তাঁর নাটকের দল সুন্দরম-এর অফিসে। তার পর অ্যাকাডেমি অব ফাইন আর্টস থেকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদন। রবীন্দ্রসদনেই গান স্যালুট জানানো হবে প্রখ্যাত নাট্যব্যক্তিত্বকে। রবীন্দ্র সদন থেকে নিমতলা শ্মশানে নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের জন্য।’’
advertisement
আরও পড়ুন : সাজানো বাগান বা আদর্শ হিন্দু হোটেলের রান্নাঘরই নয়, তাঁর যত্নে লালিত বাঙালির মনন ও যাপন
মঙ্গলবার সকালে প্রয়াত হন প্রবীণ নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র৷ বয়স হয়েছিল ৮৬ বছর। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের এই কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। চলতি বছর সেপ্টেম্বর মাসে আশঙ্কাজনক অবস্থায় বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকারকে ভর্তি করা হয় হাসপাতালে।সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে অশীতিপর অভিনেতাকে ভর্তি করানো হয়। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ার রক্তচাপ খুবই কমে গিয়েছিল। এর পর তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন। তবে অসুস্থতা পিছু ছাড়েনি।
advertisement
advertisement
আরও পড়ুন : বাংলা বিনোদন জগতে ইন্দ্রপতন, প্রয়াত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র
এ বছর একাধিকবার হাসপাতালে ভর্তি হন তিনি। বছরের শুরুতেই বুকে প্রেসমেকার বসেছিল মনোজ মিত্রের। হৃদযন্ত্রের সমস্যা-সহ একাধিক অসুস্থতার চিকিৎসা চলছিল৷ শেষ পর্যন্ত হেমন্তের সকালে সব প্রচেষ্টা ব্যর্থ করে সাজানো বাগান ফেলে চলে গেলেন বাঞ্ছারাম৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Manoj Mitra Last Rites: রবীন্দ্রসদনে শায়িত থাকবে মনোজ মিত্রের নশ্বর দেহ, মরণোত্তর চক্ষুদান করে গিয়েছেন অশীতিপর নাট্যব্যক্তিত্ব
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement