Manoj Mitra Passed Away: বাংলা বিনোদন জগতে ইন্দ্রপতন, প্রয়াত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Manoj Mitra Death News: কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল ৮.৫০ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কলকাতা: প্রয়াত মনোজ মিত্র। বয়স হয়েছিল ৮৬ বছর। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের এই কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল ৮.৫০ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চলতি বছর সেপ্টেম্বর মাসে আশঙ্কাজনক অবস্থায় বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকারকে ভর্তি করা হয় হাসপাতালে।সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে অশীতিপর অভিনেতাকে ভর্তি করানো হয়। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ার রক্তচাপ খুবই কমে গিয়েছিল। এর পর তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন। তবে অসুস্থতা পিছু ছাড়েনি। এ বছর একাধিকবার হাসপাতালে ভর্তি হন তিনি। বছরের শুরুতেই বুকে প্রেসমেকার বসেছিল মনোজ মিত্রের। হৃদযন্ত্রের সমস্যা-সহ একাধিক অসুস্থতার চিকিৎসা চলছিল৷ শেষ পর্যন্ত হেমন্তের সকালে সব প্রচেষ্টা ব্যর্থ করে সাজানো বাগান ফেলে চলে গেলেন বাঞ্ছারাম৷
advertisement
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ সামাজিক মাধ্য়মে শোকবার্তায় তিনি লিখেছেন, ‘প্রখ্যাত নট, নাট্যকার ও পরিচালক, ‘বঙ্গবিভূষণ’ মনোজ মিত্র’র প্রয়াণে শোকাহত হলাম। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই।’
advertisement
Saddened by the demise of the famous actor, director and playwright, ‘Banga Bibhushan’ Manoj Mitra today morning.
He had been a leading personality in our theatre and film worlds and his contributions have been immense.
I convey my condolences to his family, friends and…
— Mamata Banerjee (@MamataOfficial) November 12, 2024
advertisement
বাংলা মঞ্চ এবং বিনোদন দুনিয়ায় তাঁর পথ চলা দীর্ঘদিনের৷ প্রথম নাটক ‘মৃত্যুর চোখে জল’ তিনি লেখেন ১৯৫৯ সালে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির দায়িত্বও পেয়েছিলেন। বুদ্ধদেব দাশগুপ্ত, তপন সিনহা, তরুণ মজুমদার, গৌতম ঘোষের পরিচালনায় অভিনয় করেছেন দাপটের সঙ্গে। বাংলা চলচ্চিত্র যত দিন থাকবে তত দিন সজীব হয়ে থাকবেন ‘বাঞ্ছারাম’, তাঁর সাজানো বাগান নিয়ে৷ দূরদর্শনে বাংলা ধারাবাহিকের ইতিহাসে সমুজ্জ্বল ভাস্বর থাকবেন হাজারি ঠাকুর৷ আদর্শ হিন্দু হোটেলে তাঁর হেঁশেল সাজিয়ে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2024 10:10 AM IST