Manoj Mitra Health Update: ভেন্টিলেশন থেকে কেবিনে, ডাকলে সাড়াও দিচ্ছেন মনোজ মিত্র, হাসপাতাল থেকে কবে ফিরবেন বাড়িতে?
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Manoj Mitra Health Update: আগের থেকে অনেকটাই ভাল আছেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা জনপ্রিয় নাট্যকার মনোজ মিত্র ৷ শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে৷ আজ তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশন থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়৷
কলকাতা: আগের থেকে অনেকটাই ভাল আছেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা জনপ্রিয় নাট্যকার মনোজ মিত্র ৷ শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে৷ সোমবার বিকেলেই তাঁর জ্ঞান ফিরে আসে৷ আজ তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশন থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়৷
মনোজ মিত্রের ভাই সাহিত্যিক অমর মিত্র জানিয়েছেন, ডাকলে সাড়া দিচ্ছেন দাদা। আজ তাকে দেখে কথাও বলেছেন। আচমকা গুরুতর অসুস্থ হয়ে শুক্রবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি৷
advertisement
advertisement
টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা জনপ্রিয় নাট্যকার মনোজ মিত্রর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় অভিনেতার৷ তারপরই তড়িঘড়ি করে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা৷
advertisement
বেশ কয়েকমাস আগে ফেব্রুয়ারিতেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা৷ দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যা ছিল অভিনেতার৷ সেই সময় পরীক্ষা করে দেখা যায়, হার্টের সমস্যা রয়েছে৷ সেই মতোই অভিনেতার পেসমেকার বসানো হয়৷ সেই সময় চিকিৎসক সরোজ মন্ডলের তত্ত্বাবধানেই চিকিৎসা চলেছিল অভিনেতার৷ তাঁর শারীরিক অসুস্থতার খবর শুনে সকলেই দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন৷ টলিউডেই শুধু নয় বরং নাট্য জগতের অন্যতম দাপুটে অভিনেতা মনোজ মিত্র৷ নাটক, সিনেমা ছাড়াও সিরিয়াল, শর্ট ফিল্ম সবতেই নিজের ছাপ রেখেছেন তিনি৷ তবে এখন তিনি অভিনয় থেকে অনেকটাই দূরে৷ আপতত লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে আড়ালে গিয়ে লেখালেখি করে সময় কাটছে মনোজ মিত্রর৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 24, 2024 11:47 PM IST










