সাধারণ রঙ্গালয়ের ১৫০ বছর, কলকাতার মঞ্চে মামনুর রশিদের 'নীলদর্পণ', সাক্ষাতে চঞ্চল

Last Updated:

'আরণ্যক' দলের সঙ্গে এখনও যুক্ত 'হাওয়া'র অভিনেতা। সময় পেলেই পুরনো নাটকে অভিনয় করেন চঞ্চল। যদিও এখন বড়পর্দা এবং সিরিজের ব্যস্ততায় কয়েক মাস মঞ্চাভিনয় করা হয়নি।

#কলকাতা: সাধারণ রঙ্গালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি হবে কলকাতা শহরে। শিরোনাম, 'পেশাদার বঙ্গ রঙ্গমঞ্চের সার্ধ শতবর্ষ সমারোহ'। গত ৬ ডিসেম্বর এবং ৭ ডিসেম্বর উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। বুধবার তপন থিয়েটারে সন্ধ্যা সাড়ে ৬টায় তারই এক টুকরো উদযাপিত হল। বাংলাদেশের নাট্য পরিচালক মামনুর রশিদ নির্দেশিত দীনবন্ধু মিত্রের লেখা নাটক 'নীলদর্পণ' মঞ্চস্থ হল। আর সেখানেই নিজের নাট্য-শিক্ষকের সঙ্গে দেখা করতে পৌঁছলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
এই নাটকটির উপস্থাপনা করেছে বাংলা থিয়েটার। মামনুর রশিদের সঙ্গে চঞ্চলের সম্পর্ক বহু বছরের। 'আরণ্যক' দলে মামনুর রশিদের নির্দেশনায় বহু দিন ধরে কাজ করেছেন চঞ্চল। আর সেই মানুষটির সঙ্গে কলকাতায় দেখা করতে গেলেন তিনি। ঘটনাচক্রে 'কারাগার ২'-এর ট্রেলার মুক্তির জন্য এ শহরেই ছিলেন চঞ্চল।
advertisement
advertisement
এই দলের সঙ্গে এখনও যুক্ত 'হাওয়া'র অভিনেতা। সময় পেলেই পুরনো নাটকে অভিনয় করেন চঞ্চল। যদিও এখন বড়পর্দা এবং সিরিজের ব্যস্ততায় কয়েক মাস মঞ্চাভিনয় করা হয়নি। কিন্তু নিউজ18 বাংলার সঙ্গে কথা বলার সময়ে চঞ্চল বলেন, ''যখন আর এত ব্যস্ততা থাকবে না। যখন অন্য মাধ্যমের কাজ কমে আসবে, তখন কেবল নাটকেই অভিনয় করব। মঞ্চ নিয়েই আমাক স্বপ্ন।''
advertisement
আগামী বছর ৭ ডিসেম্বর পর্যন্ত ১৫০ বছর পূর্তির অনুষ্ঠান চলবে। বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি চলবে। পেশাদার থিয়েটারের সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রী, যেমন মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, দুলাল লাহিড়ি প্রমুখকে সংবর্ধনা জানানো হয়েছে গত ৬ ডিসেম্বর সন্ধ্যায়। বছর জুড়ে মোট ১৭টি পুরনো নাটকের নব মঞ্চায়ন হবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সাধারণ রঙ্গালয়ের ১৫০ বছর, কলকাতার মঞ্চে মামনুর রশিদের 'নীলদর্পণ', সাক্ষাতে চঞ্চল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement