Mamta Kulkarni: আবার ফিরবেন অভিনয়ে? ফের নায়িকা হবেন হিন্দি ছবিতে? যা বললেন সন্ন্যাসিনী হয়ে যাওয়া মমতা কুলকার্নি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Mamta Kulkarni: সাধ্বীজীবন গ্রহণ করার পর তিনি কি আবার ফিরবেন রুপোলি দুনিয়ায়? প্রথম সারির এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তার উত্তর দিয়েছেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী
জীবনের পদক্ষেপে সকলকে চমকে দিলেন মমতা কুলকার্নি৷ এক সময় বলিউডে দাপিয়ে অভিনয় করা ডাকসাইটে এই সুন্দরী এ বার সন্ন্যাসজীবনে পা রেখেছেন৷ কিন্নর আখড়ার সদস্যদের উপস্থিতিতে রীতিনীতি মেনে মহাকুম্ভে তিনি পিণ্ডদানও করেছেন৷
সাধ্বীজীবন গ্রহণ করার পর তিনি কি আবার ফিরবেন রুপোলি দুনিয়ায়? প্রথম সারির এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তার উত্তর দিয়েছেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী৷ বলেছেন, ‘‘আমি ছবিতে অভিনয়ের কথা আর ভাবতেই পারি না৷ এটা এখন আমার জন্য সম্পূর্ণ অসম্ভব৷’’ তাঁর কাছে কিন্নর আকড়ার সকলে দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর সম্মিলিত অর্ধনারীশ্বর রূপের অবতার৷ ২৩ বছর ধরে আধ্যাত্মিক জীবন কাটানোর পর এরকম আখড়ার মহামণ্ডলেশ্বর হওয়া তাঁর কাছে অলিম্পিক্সে পদক জয়ের মতোই৷ মমতা কুলকার্নির কথায়, ‘‘এটা শুধুমাত্র দেবী আদিশক্তির আশীর্বাদ যে আমি এই সম্মান লাভ করেছি৷ আমি কিন্নর আখড়াকে বেছে নিয়েছি কারণ তাঁরা স্বাধীনতার প্রতিভূ৷ সেখানে কোনও বাধ্যবাধকতা নেই৷’’
advertisement
VIDEO | Actor Mamta Kulkarni consecrated as a Hindu nun under the Kinnar Akhara. Earlier today, she took ‘sanyas’ under the Kinnar Akhara by performing her own ‘Pind Daan’ and will be consecrated as ‘mahamandaleshwar’.
(Full video available on PTI Videos -… pic.twitter.com/K0pz9ZkpCx
— Press Trust of India (@PTI_News) January 24, 2025
advertisement
advertisement
‘করণ অর্জুন’, ‘চায়না গেট’, ‘তিরঙ্গা’, ‘আশিক আওয়ারা’, ‘ক্রান্তিবীর’, ‘বাজ়ি’, ‘সবসে বড়া খিলাড়ি’, ‘পুলিশওয়ালা গুন্ডা’-র মতো বক্সঅফিস সফল ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন মমতা কুলকার্নি। বিতর্কেও জড়িয়েছেন একাধিক বার। কেনিয়ায় মাদকযোগে তাঁর নাম জড়িয়েছিল। অবশেষে ছাড়পত্র পেয়ে ২৫ বছর পরে দেশে ফেরেন তিনি। সেই অভিনেত্রী এখন সন্ন্যাসিনী৷
আরও পড়ুন : মহিলা ভোটব্যাঙ্ক অটুট রাখতে ‘আলাপচারিতা’ কর্মসূচিতে গুরুত্ব তৃণমূল কংগ্রেসের
সন্ন্যাসগ্রহণের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে মমতা কুলকার্নির নামও৷ মমতা কুলকার্নি থেকে তিনি এখন শ্রী মাই মমতা নন্দ গিরি। তাঁর সন্ন্যাস গ্রহণের পদ্ধতি এখন ভাইরাল৷ সেখানে অভিনেত্রীকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়৷ গেরুয়া বসন, রুদ্রাক্ষের মালা, খোলাচুলে কপালে তিলকে সেজে সন্ন্যাসগ্রহণ করেন তিনি৷ তাঁকে দুধস্নান করান উপস্থিত সন্ন্যাসিনীরা৷ দুধস্নানের পর তাঁকে আবৃত করা হয় গেরুয়া বস্ত্রে৷ একে একে সকলে তাঁকে পরিয়ে দেন ফুলের মালা৷ চোখের জলে ভেসে যান তিনি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2025 10:45 AM IST