Mallika Sherawat: mallika Sherawat:মল্লিকা শেরাওয়াতকে পাওয়ার তীব্র লালসা! দরজা ভেঙে ঘরে ঢুকবেন নায়ক! 'মার্ডার' নায়িকা ভাঙলেন নীরবতা, কাঁপাল চারদিক

Last Updated:

মল্লিকা শেরাওয়াতকে বড় পর্দায় দেখা যাবে তাঁর নতুন ছবি'ভিকি বিদ্যা কা উও ওয়ালা ভিডিও'-তে। এই ছবির আগে এক ভয়ানক অভিজ্ঞতার কথা জানালেন মল্লিকা। এই চলচ্চিত্রে রাজকুমার রাও-য়ের সঙ্গে তৃপ্তি দিমরিকে দেখা যাবে মূল চরিত্রে।

নীরবতা ভাঙলেন মল্লিকা
নীরবতা ভাঙলেন মল্লিকা
মুম্বই: মল্লিকা শেরাওয়াতকে বড় পর্দায় দেখা যাবে তাঁর নতুন ছবি’ভিকি বিদ্যা কা উও ওয়ালা ভিডিও’-তে। এই ছবির আগে এক ভয়ানক অভিজ্ঞতার কথা জানালেন মল্লিকা। এই চলচ্চিত্রে রাজকুমার রাও-য়ের সঙ্গে তৃপ্তি দিমরিকে দেখা যাবে মূল চরিত্রে। কিন্তু, এই চলচ্চিরের মুক্তি পাওয়ার আগে এক হাড়হিম করা ঘটনার অভিজ্ঞতার কথা শোনালেন এই অভিনেত্রী।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মাঝরাতে এই সিনেমার এক নায়ক তাঁর শোয়ার ঘরে ঢুকে পড়তে চাইছিলেন। দরজায় বারংবার ধাক্কা মারছিলেন, চিৎকার করছিলেন সেই অভিনেতা। তবে তিনি ওই অভিনেতার নাম প্রকাশ্যে আনেন নি।
advertisement
advertisement
advertisement
ইতিমধ্যেই মল্লিকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁকে সেখানে বলতে শোনা যায়, “একটা বড় বাজেটের ছবি করতে আমরা দুবাই গিয়েছিলাম। সেখানে অনেক বড় অভিনেতা ছিল। সেখানে আমি কমেডির রোলে অভিনয় করেছিলাম।’
advertisement
এই ভিডিও-এর মধ্যেই তাঁকে বলতে শোনা যায়, “ওই সিনেমার এক অভিনেতা রাত ১২টার সময়ু আমার দরজা ধাক্কা দিচ্ছিল। আমার একটা সময় মনে হচ্ছিল দরজা ভেঙে যাবে। ওই অভিনেতা জোর করে আমার শোওয়ার ঘরে ঢুকতে চাইছিল। ওই অভিনেতার সঙ্গে আমি আগে কখনও কাজ করিনি।” কিন্তু ওই ভিডিও-তে কিছুতেই মল্লিকা নাম নিতে চাননি।
advertisement
দু বছর বাদে ফের বড় পর্দায় ফিরতে চলেছেন মল্লিকা শেরওয়াত। তাঁর নতুন ছবি “ভিকি বিদ্যা কা উও ওয়ালা ভিডিও” কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে। তাঁর এই নতুন ছবি মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর। কিন্তু, তার আগে মল্লিকার এই ভিডিও-এর অভিজ্ঞতার কথা সামনে আসতে চমকে উঠেছেন নেটাগরিকরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mallika Sherawat: mallika Sherawat:মল্লিকা শেরাওয়াতকে পাওয়ার তীব্র লালসা! দরজা ভেঙে ঘরে ঢুকবেন নায়ক! 'মার্ডার' নায়িকা ভাঙলেন নীরবতা, কাঁপাল চারদিক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement