corona virus btn
corona virus btn
Loading

বিনোদন জগতে ফের শোক! প্রয়াত বর্ষীয়ান পরিচালক এবি রাজ

বিনোদন জগতে ফের শোক! প্রয়াত বর্ষীয়ান পরিচালক এবি রাজ
AB Raj

তাঁর কন্যা সরন্যা পোনভানান, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী৷

  • Share this:

#চেন্নাই: ফের ফিল্ম জগতে শোকের ছায়া৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক এবি রাজ৷ রবিবার চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৯৫ বছর৷ ৷ অ্যান্টনি বাসকর রাজের জন্ম আলাপুঝায়৷ জীবনের প্রথম কাজ তিনি শুরু করেন শ্রীলঙ্কায়৷ ১০টির বেশি সিংহলি ছবিতে নির্দেশনার কাজ করেছিলেন তিনি৷ ১৯৫৭-এ বিদেশি পরিচালক ডেভিড লিনের সহযোগী হিসেবে কাজ করেছিলেন৷ ছবির নাম ছিল ‘দ্য ব্রিজ অন দি রিভার কওয়াই’৷

১৯৬০-র শেষ দিকে তিনি মলয়লাম ছবির পরিচালক হিসেবে কাজ শুরু করেন৷ তাঁর উল্লেখযোগ্য কাজ হল ‘ফুটলব চ্যাম্পিয়ন’, ‘পাচা’ ‘নোট্টুকল’, ‘কল্লিপভা’, ‘নৃত্যশালা’, ‘নিথি’, ‘লটারি’, ‘টিকিট’, ‘কালিয়ালা কল্যাণম’৷

১৯৭০-এ তামিল ছবিতে কাজ করেছিলেন এবি রাজ৷ ছবির নাম ছিল ‘থুলি অডুম পুল্লিম্যান’৷ তাঁর কন্যা সরন্যা পোনভানান, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী৷

Published by: Pooja Basu
First published: August 24, 2020, 11:50 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर