বিনোদন জগতে ফের শোক! প্রয়াত বর্ষীয়ান পরিচালক এবি রাজ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তাঁর কন্যা সরন্যা পোনভানান, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী৷
#চেন্নাই: ফের ফিল্ম জগতে শোকের ছায়া৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক এবি রাজ৷ রবিবার চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৯৫ বছর৷ ৷ অ্যান্টনি বাসকর রাজের জন্ম আলাপুঝায়৷ জীবনের প্রথম কাজ তিনি শুরু করেন শ্রীলঙ্কায়৷ ১০টির বেশি সিংহলি ছবিতে নির্দেশনার কাজ করেছিলেন তিনি৷ ১৯৫৭-এ বিদেশি পরিচালক ডেভিড লিনের সহযোগী হিসেবে কাজ করেছিলেন৷ ছবির নাম ছিল ‘দ্য ব্রিজ অন দি রিভার কওয়াই’৷
১৯৬০-র শেষ দিকে তিনি মলয়লাম ছবির পরিচালক হিসেবে কাজ শুরু করেন৷ তাঁর উল্লেখযোগ্য কাজ হল ‘ফুটলব চ্যাম্পিয়ন’, ‘পাচা’ ‘নোট্টুকল’, ‘কল্লিপভা’, ‘নৃত্যশালা’, ‘নিথি’, ‘লটারি’, ‘টিকিট’, ‘কালিয়ালা কল্যাণম’৷
১৯৭০-এ তামিল ছবিতে কাজ করেছিলেন এবি রাজ৷ ছবির নাম ছিল ‘থুলি অডুম পুল্লিম্যান’৷ তাঁর কন্যা সরন্যা পোনভানান, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2020 11:10 PM IST