Malayalam actress Divya Prabha: বিমানে হেনস্থার শিকার অভিনেত্রী! মত্ত সহযাত্রী যা করলেন, জানলে আঁতকে উঠবেন

Last Updated:

Malayalam actress Divya Prabha: দিব্যপ্রভা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিশদে বিষয়টি জানিয়েছেন এবং ট্যাগ করেছেন কেরল পুলিশকে। তিনি লিখেছেন যে মুম্বই থেকে কোচিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৬৮১-তে তাঁকে পড়তে হয়েছে হেনস্থার মুখে।

উড়ানে অভদ্র ব্যবহারের জেরে দুই যাত্রীর বচসা এবং তার থেকে হেনস্থা, এই ধরনের খবরের সঙ্গে সকলেই পরিচিত। মত্ত যাত্রীর উড়ানে অভব্য আচরণের খবরও প্রকাশ্যে আসে আকছার। বিমানযাত্রা তার যে আভিজাত্যের জন্য কিংবদন্তি ছিল, সেই পরিবেশ অন্তর্হিত হয়েছে বহুকাল। কিন্তু এই দুই যাত্রীর মধ্যে একজন যদি কেউকেটা হন, বিশেষ করে তিনি যদি হন দেশের এক তারকা, সকলেই যাঁকে চেনে এক ডাকে, তা হলে?
তাহলেও যে সমস্যার সুরাহা হয়নি, সম্প্রতি সেই মর্মে ক্ষোভে ফেটে পড়েছেন মালয়ালম অভিনয় জগতের অতিপরিচিত নায়িকা দিব্যপ্রভা। যে এয়ার ইন্ডিয়া সেজে উঠতে চলেছে নতুন সাজে, যার সুচারু ভব্যতার জন্য পরিচিত কর্মীদের জন্য পোশাক বানাচ্ছেন দেশের ডাকসাইটে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা, সেই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেই এ বার যাত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরেও নির্বিকার থাকার অভিযোগ।
advertisement
দিব্যপ্রভা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিশদে বিষয়টি জানিয়েছেন এবং ট্যাগ করেছেন কেরল পুলিশকে। তিনি লিখেছেন যে মুম্বই থেকে কোচিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৬৮১-তে তাঁকে পড়তে হয়েছে হেনস্থার মুখে। নায়িকার বক্তব্য, ১২সি আসন থেকে এক যাত্রীকে তাঁর মদ্যপ আচরণের জন্য নায়িকার আসন ১২এ-র পাশে ১২বি-তে বসিয়ে দেওয়া হয়। এর পরে সেই ব্যক্তি আসনটি যথেষ্ট ভাল নয়, এই অভিযোগে অভব্যতা শুরু করেন। দিব্যপ্রভা তখনই ঘটনাটি বিমানসেবিকাদের জানালেও তাঁরা কোনও পদক্ষেপ করেননি। বিমান কোচি আসার মাত্র কিছু আগে বার বার অভিযোগ জানিয়ে তিন-চারটে সারি আগে এক মাঝের আসনে বসিয়ে দেওয়া হয় নায়িকাকে।
advertisement
advertisement
দিব্যপ্রভা জানিয়েছেন যে কোচি নামার পরে তিনি যখন ঘটনার কথা জানিয়ে এয়ার ইন্ডিয়ার কর্মীদের সাহায্য চান, তাঁরা বিমানবন্দরে মোতায়েন পুলিশের কাছে পাঠিয়ে দেয় তাঁকে। এর পরেই আর দেরি না করে কেরল পুলিশে অভিযোগ দায়ের করেছেন নায়িকা। যদিও পুলিশ কোনও ব্যবস্থা নিয়েছে কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। নায়িকা অবশ্য তাঁর তরফ থেকে যাবতীয় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Malayalam actress Divya Prabha: বিমানে হেনস্থার শিকার অভিনেত্রী! মত্ত সহযাত্রী যা করলেন, জানলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement