Malaika-Arjun: হাসপাতালে ভর্তি বাবা, নৈশভোজে কোথায় গেলেন মালাইকা- অর্জুন? হাত ধরাধরি করতেই ধেয়ে এল কটাক্ষ
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Malaika-Arjun: শুক্রবার রাতে মুম্বইয়ের এক রেস্তোরাঁ থেকে নৈশভোজ সেরে বার হতে দেখা গেছে মালাইকা ও অর্জুনকে৷ বাবা হাসপাতালে ভর্তি, এর মধ্যেই মেয়ে নৈশভোজে ব্যস্ত৷ এই ছবি দেখেই কটাক্ষে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷
মুম্বই: মালাইকা আরোরাকে নিয়ে সর্বদাই কৌতুহল ভক্তদের৷ শুক্রবার রাতে মুম্বইয়ের এক রেস্তোরাঁ থেকে নৈশভোজ সেরে বার হতে দেখা গেছে মালাইকা ও অর্জুনকে৷ অর্জুন কাপুরের হাত ধরে রেস্তরাঁ থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে পড়েন মালাইকা৷ হাত ধরাধরি করতে দেখেই ধেয়ে এসেছে তীব্র কটাক্ষ৷ বাবা হাসপাতালে ভর্তি, এর মধ্যেই মেয়ে নৈশভোজে ব্যস্ত৷ এই ছবি দেখেই কটাক্ষে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷
মালাইকা কোথায়, কখন যাচ্ছেন তা জানার জন্য একপ্রকার মুখিয়ে রয়েছেনন ভক্তরা৷ দিনকয়েক আগেই হাসপাতালের বাইরে মায়ের সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে৷ সূত্রের খবর, বাবা অনিল আরোরা হাসপাতালে ভর্তি রয়েছেন৷ বাবাকে দেখতেই হাসপাতালে গেছিলেন অভিনেত্রী৷ এর মধ্যেই প্রেমিক অর্জুনের সঙ্গে নৈশভোজে গেলেন মালাইকা৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
মালাইকা আরোরা দিকে পাপারাৎজিদের চোখ সর্বদাই থাকে৷ বুধবারই অভিনেত্রী মালাইকাকে তাঁর মায়ের হাত ধরে হাসপাতালের সিঁড়ি থেকে নামতে দেখা গেছে। হাসপাতাল থেকে বেরিয়েই গাড়িতে উঠে চলে যান অভিনেত্রী। কী কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন মালাইকা আরোরার বাবা, তা জানা যায়নি। তবে এদিন মালাইকাকে একাই দেখা গেছে হাসপাতালের বাইরে। প্রেমিক অর্জুন কাপুরকে দেখা যায়নি। মালাইকা আরোরার বয়স যখন মাত্র ১১ বছর, তখনই মা জয়েস পলিকার্প এবং বাবা অনিল আরোরা ডিভোর্স হয়ে যায়৷ তারপর থেকে মায়ের কাছেই মানুষ দুই বোন৷ মালাইকা আরোরা দিকে পাপারাৎজিদের চোখ সর্বদাই থাকে৷ প্রেম নিয়েও চর্চায় থাকেন মালাইকা৷ বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন মাল্লা৷ ১২বছরের ছোট অর্জুনের সঙ্গে মালাইকার মাখোমাখো রসায়নের কথা সকলেই জানেন৷ ফের শিরোনামে উঠে এলেন নায়িকা৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 2:16 PM IST