‘হালকা হালকা’ গানের শ্যুটিং ফ্লোরে আগুন লাগালেন ঐশ্বর্য, দেখুন মেকিং ভিডিও

লাল লিপস্টিক মাখা ঠোঁট ৷ চোখের চাউনিতে অদ্ভুত আকর্ষণ ৷ কে বলবে, তিনি আরাধ্যার মা !

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: লাল লিপস্টিক মাখা ঠোঁট ৷ চোখের চাউনিতে অদ্ভুত আকর্ষণ ৷ কে বলবে, তিনি আরাধ্যার মা ! এখনও ক্যামেরার সামনে এলে আগুন জ্বালান তিনি ৷ উষ্ণতায় ভরে যায় গোটা শ্যুটিং ফ্লোর ৷ সম্প্রতি ঠিক এরকমটাই ঘটল ফন্নে খানের শ্যুটিং ফ্লোরে ৷ রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধে ‘হালকা হালকা’ গানের শ্যুটিংয়ে সবাইকে তাক লাগালেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ চোখের সামনে ঐশ্বর্যের পারফরম্যান্স দেখে হতবাক গোটা শ্যুটিং ফ্লোর ৷

    আরও পড়ুন 
    পর্দা না পোশাক ! একতা কাপুরকে নিয়ে তুমুল হট্টগোল সোশ্যাল সাইটে !

    গানটি বেবি সিংহ (ঐশ্বর্য) ও অধীর (রাজকুমার রাও) এর উপর দৃশ্যায়িত হয়েছে । গানটিতে দুজনকেই প্রচুর মজা করতে দেখা গিয়েছে । ছবিটিতে বেবির কিডন্যাপার অধীর । কিন্তু দুজনেই ক্রমে একে অপরের প্রতি আকৃষ্ট হয় । বলাই বাহুল্য গানটি আপনার প্লেলিস্টে জায়গা করে নেবেই । নজর কাড়বে ঐশ্বর্য-রাজকুমার জুটিও ।

    গানটির সুরকার অমিত ত্রিবেদি । গানটি গেয়েছেন সুনিধি চৌহান ও দিব্যা কুমার । অতুল মাঞ্জেকরের ‘ফন্নে খান’মুক্তি পাবে ৩ অগস্ট ।

    First published:

    Tags: Fanney khan, Halka halka song, Making Video