‘হালকা হালকা’ গানের শ্যুটিং ফ্লোরে আগুন লাগালেন ঐশ্বর্য, দেখুন মেকিং ভিডিও

Last Updated:

লাল লিপস্টিক মাখা ঠোঁট ৷ চোখের চাউনিতে অদ্ভুত আকর্ষণ ৷ কে বলবে, তিনি আরাধ্যার মা !

#মুম্বই: লাল লিপস্টিক মাখা ঠোঁট ৷ চোখের চাউনিতে অদ্ভুত আকর্ষণ ৷ কে বলবে, তিনি আরাধ্যার মা ! এখনও ক্যামেরার সামনে এলে আগুন জ্বালান তিনি ৷ উষ্ণতায় ভরে যায় গোটা শ্যুটিং ফ্লোর ৷ সম্প্রতি ঠিক এরকমটাই ঘটল ফন্নে খানের শ্যুটিং ফ্লোরে ৷ রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধে ‘হালকা হালকা’ গানের শ্যুটিংয়ে সবাইকে তাক লাগালেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ চোখের সামনে ঐশ্বর্যের পারফরম্যান্স দেখে হতবাক গোটা শ্যুটিং ফ্লোর ৷
advertisement
গানটি বেবি সিংহ (ঐশ্বর্য) ও অধীর (রাজকুমার রাও) এর উপর দৃশ্যায়িত হয়েছে । গানটিতে দুজনকেই প্রচুর মজা করতে দেখা গিয়েছে । ছবিটিতে বেবির কিডন্যাপার অধীর । কিন্তু দুজনেই ক্রমে একে অপরের প্রতি আকৃষ্ট হয় । বলাই বাহুল্য গানটি আপনার প্লেলিস্টে জায়গা করে নেবেই । নজর কাড়বে ঐশ্বর্য-রাজকুমার জুটিও ।
advertisement
গানটির সুরকার অমিত ত্রিবেদি । গানটি গেয়েছেন সুনিধি চৌহান ও দিব্যা কুমার । অতুল মাঞ্জেকরের ‘ফন্নে খান’মুক্তি পাবে ৩ অগস্ট ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘হালকা হালকা’ গানের শ্যুটিং ফ্লোরে আগুন লাগালেন ঐশ্বর্য, দেখুন মেকিং ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement