Mahesh Bhatt kissing Manisha Rani: বিগ বস-এর ঘরে ঢুকেই মণীষাকে চুমু! মহেশ ভাটের কাণ্ড ঘিরে তোলপাড়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Mahesh Bhatt Kissing Manisha: মহেশ বিগ বসের ঘরে এন্ট্রি নেওয়া মাত্রই পূজা এগিয়ে এসে জড়িয়ে ধরেন বাবাকে। তারপরেই মণীষাকে চুমু মহেশের।
মুম্বই: মহেশ ভাট মানেই যেন কিছু না কিছু বিতর্ক। এবার বিগ বস ওটিটি-র ঘরে গিয়েই ফের সংবাদ শিরোনামে বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট। বিগ বস ওটিটি-তে চলছে ফ্যামিলি উইক। আর তাতে মেয়ে পূজা ভাটের সঙ্গে দেখা করতে আসেন মহেশ ভাট। বিগ বসের ঘরে এসে ফের বিতর্কে তিনি। ঘরের কনিষ্ঠ প্রতিযোগী মণীষা রানি-কে খাওয়া তাঁর চুমু এখন সর্বত্র আলোচনায়।
মহেশ বিগ বসের ঘরে এন্ট্রি নেওয়া মাত্রই পূজা এগিয়ে এসে জড়িয়ে ধরেন বাবাকে। বাবা-মেয়ের টাইট হাগ-এর থেকেও লোকের নজরে এল মণীষা রানিকে চুমু খাওয়া। মেয়ে পূজাই এক এক করে বিগ বস ওটিটির সদস্যদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন। পূজার সঙ্গে বেশ ভালই সম্পর্ক মণীষার। পূজা যখন তাঁর সঙ্গে বাবার পরিচয় করান, তখনই ঘটে বিপত্তি।
advertisement
Mahesh Bhatt interaction with Manisha Ranipic.twitter.com/37zCgN5JNc
— #BiggBoss_Tak👁 (@BiggBoss_Tak) August 1, 2023
advertisement
দেখা যায় মণীষার হাতের উপর হাত রাখেন মহেশ। হাত বোলাতে থাকেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তবে মহেশ কিন্তু হাতের উপর হাত রেখে বা ‘হাত বুলিয়ে’ই চুপ থাকেননি, মণীষার জীবনের কাহিনি পূজার মুখে শুনে বিহারের এই মেয়ের হাতে চুমুও খান।
advertisement
আরও পড়ুন: ‘বুদ্ধদা বাড়ি ফিরতে চাইছেন’, আশার কথা শোনালেন বিকাশ ভট্টাচার্য! হাসপাতালে অসীমও
বর্ষীয়ান পরিচালকের আচরণ দেখে ইতিমধ্যেই নেটিজেনের একাংশের তরফে কটাক্ষ শুরু হয়েছে। কারও মতে, নিজেকে প্রাসঙ্গিক রাখতেই মহেশ ইচ্ছাকৃত নানারকম রহস্যময় আচরণ করছেন যাতে তাঁকে ঘিরে চর্চা শুরু হয়। আবার অনেকের কথায়, প্রতিযোগী মণীষার অস্বস্তি স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ আবার বলছেন, ‘তাহলে কি মহেশের পরবর্তী শিকার মণীষা?’ সব মিলিয়ে মহেশ ঘরে ঢোকার আগেই তাঁকে ঘিরে চর্চা তুঙ্গে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 8:21 PM IST