• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর মোমের মূর্তি বসছে মাদাম তুসোয়

দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর মোমের মূর্তি বসছে মাদাম তুসোয়

মহেশ বাবু ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

মহেশ বাবু ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

 • Share this:

  #মুম্বই: তেলুগু ছবি ‘ভারত আনে নেনু’ মারকাটারি ব্যবসা করছে ৷ আর এই ছবির নায়ক তথা দক্ষিণী সুপারস্টার মহেশবাবুর খ্যাতি তো কারও অজানা নয় ৷ এ বার মাদাম তুসোতে জায়গা পাচ্ছে মহেশ বাবুর মোমের মূর্তি। মাদাম তুসো’র ব্যাঙ্কক শাখায় মহেশের এই মূর্তি স্থাপন করা হবে ৷ সম্প্রতি ব্যাঙ্ককের ‘মাদাম তুসো’ জাদুঘর কর্তৃপক্ষ এমন খবর নিশ্চিত করেছেন । এছাড়া এক ট্যুইট বার্তায় মহেশ বাবু নিজেও এই তথ্য জানান ।

  আরও পড়ুন: In pics: বোল্ড অবতারে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন ‘গোপি বহু’

  তেলুগু অভিনেতা হিসেবে মাদাম তুসো জাদুঘরে প্রথম জায়গা পেয়েছিলেন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস । এবার তেলেগু চলচ্চিত্রের দ্বিতীয় তারকা হিসেবে প্রভাসের পাশে মোমের মূর্তি হয়ে দাঁড়াবেন মহেশ ৷

  mahesh babu1

  নম্রতা শিরোদকারের সেই ইনস্টাগ্রাম পোস্ট ৷

  মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষের এমন সম্মাননায় বেশ গর্বিত মহেশ বাবু ৷ এক ট্যুইট বার্তায় সুপারস্টার লেখেন, ‘‘মর্যাদাপূর্ণ মাদাম তুসোর অংশ হতে পেরে কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমাকে মোমের মূর্তি আকারে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার যে চেষ্টা শিল্পীরা করছেন তাতে আমি ভীষণ কৃতজ্ঞ। সেই সঙ্গে কৃতজ্ঞ মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষের কাছে। অসাধারণ!’’

  First published: