হোম /খবর /বিনোদন /
নড়ে উঠলেন মৃত সৈনিক,ঠিক করলেন হেলমেট! মহাভারতের ভিডিও নিয়ে শোরগোল নেটপাড়ায়

নড়ে উঠলেন মৃত সৈনিক, ঠিক করলেন হেলমেট! মহাভারতের ভিডিও নিয়ে শোরগোল নেটপাড়ায়

গেম অফ থ্রোনসের এক দৃশ্যে স্পষ্ট হয়ে উঠেছিল কফি মগ ৷ আর এবার মহাভারতের এক দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হল তুমুল শোরগোল ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: গেম অফ থ্রোনসের এক দৃশ্যে স্পষ্ট হয়ে উঠেছিল কফি মগ ৷ আর এবার মহাভারতের এক দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হল তুমুল শোরগোল ৷

আশির দশকের শেষ ও নব্বই দশকের শুরুতে টেলিভিশনে জনপ্রিয় হয়েছিল বি আর চোপড়ার মহাভারত ধারাবাহিক ৷ মহাভারত শুরু হলেই সেই সময় ফাঁকা হয়ে যেত রাস্তাঘাট ৷ টিভির দিকে চোখ দিয়ে থাকত আট থেকে আশি ৷ সেই মহাভারতের এক পুরনো ভিডিও এবার ঝড়ের বেগে শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে দেখা গিয়েছে এক মৃত সৈনিক উঠে বসে হেলমেট ঠিক করছে !দৃশ্যটি কুরক্ষেত্র যুদ্ধের ৷ যেখানে আহত হয়ে শুয়ে আছেন ভীষ্ম পিতামহ ৷ তাঁর নেপথ্যেই উঠে বসলেন এক মৃত সৈনিক !দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও---
Published by:Akash Misra
First published:

Tags: Mahabharat, Mahabharat Serial, Returning from the Dead