#মুম্বই: গেম অফ থ্রোনসের এক দৃশ্যে স্পষ্ট হয়ে উঠেছিল কফি মগ ৷ আর এবার মহাভারতের এক দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হল তুমুল শোরগোল ৷
আশির দশকের শেষ ও নব্বই দশকের শুরুতে টেলিভিশনে জনপ্রিয় হয়েছিল বি আর চোপড়ার মহাভারত ধারাবাহিক ৷ মহাভারত শুরু হলেই সেই সময় ফাঁকা হয়ে যেত রাস্তাঘাট ৷ টিভির দিকে চোখ দিয়ে থাকত আট থেকে আশি ৷ সেই মহাভারতের এক পুরনো ভিডিও এবার ঝড়ের বেগে শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে দেখা গিয়েছে এক মৃত সৈনিক উঠে বসে হেলমেট ঠিক করছে !@actmukeshkhanna #Mahabharat The soldier moves his head to check his helmet even after he is dead.... pic.twitter.com/mHkyERBDLg
— Sandip Agarwal (@sandee2k2) May 6, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mahabharat, Mahabharat Serial, Returning from the Dead