Made in Heaven 2 Arjun Mathur: 'ছেলেদের চুমু খাওয়ার সময় বার বার খোঁচা লাগে', অকপট অর্জুন মাথুর

Last Updated:

Made in Heaven 2 Arjun Mathur: অনস্ক্রিনে গে বা সমকামীর চরিত্রে অভিনয় করা কতটা কঠিন ছিল অর্জুনের জন্য? সব বললেন সাক্ষাৎকারে।

মেড ইন হেভেন ২-এর পোস্টার
মেড ইন হেভেন ২-এর পোস্টার
মুম্বই: ওটিটি-র দুনিয়ায় কন্টেন্টের জয়জয়কার। সেই তালিকায় অবশ্যই জায়গা করে নিয়েছে ‘মেড ইন হেভেন’। সম্প্রতি এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনও মুক্তি পেয়েছে। আর এই সিজনেও ফের একবার অভিনয়ে দর্শকের মন জয় করেছেন অভিনেতা অর্জুন মাথুর। সিরিজের অন্যতম কঠিন চরিত্রেই অভিনয় করেছেন অর্জুন। একদিকে সমকামী, অন্যদিকে সমপ্রেমে বিশ্বাসী হওয়ায় নিজের ক্যানসার আক্রান্ত মা-এর কাছ থেকে দূরে সরে যাওয়া। সঙ্গে পেশা, নেশার টানাপড়েনতো রয়েইছে।
অনস্ক্রিনে গে বা সমকামীর চরিত্রে অভিনয় করা কতটা কঠিন ছিল অর্জুনের জন্য? সম্প্রতি একটি সাক্ষাৎকারে অর্জুন এ নিয়ে মনের কথা শেয়ার করেছেন। অনস্ক্রিনে যেভাবে তিনি সমকামীর চরিত্রটি ফুটিয়ে তুলেছেন তা নিঃসন্দেহে তারিফযোগ্য। তবে কাজ করার সময় তাঁর কেমন অভিজ্ঞতা হয়েছিল জানিয়েছেন অর্জুন।
advertisement
আরও পড়ুন: খাবার খেয়েই মিষ্টি খেতে ইচ্ছে করে? আপনি মারণরোগে আক্রান্ত হতে পারেন!
অভিনেতার দাবি, ‘আমি জানতাম না ছেলেদের চুমু খাওয়ার সময় দাড়িতে এতটা খোঁচা লাগে। এটাই আমার বার বার মনে হয়। (হাসি) সমকামীদের নিয়ে আমি অনেকটাই জেনেছি। তবে অভিনয় করার সময় আমি সব সময়ই ভেবেছি একজন মানুষের সফরটাকে তুলে ধরতে হবে। আমার পরিচালক আমাকে যেভাবে বলেছেন, সেটাই করার চেষ্টা করেছি। আর কিচ্ছু মাথায় রাখিনি।’
advertisement
advertisement
আরও পড়ুন: গপ করে খেয়ে নেওয়া যাবে এই রাখি, লন্ডনে ভাইদের জন্য পাঠাচ্ছেন কলকাতার দিদি!
প্রথম সিজনের চার বছর পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জোয়া আখতার ও রীমা কাগতি সৃষ্ট এই ওয়েব সিরিজ। দ্বিতীয় সিজনেও তারা খান্না ও করণ মেহরার ভূমিকায় ফিরছেন শোভিতা ধুলিপালা ও অর্জুন মাথুর। কবীরের চরিত্রে দেখা যেতে চলেছে শশাঙ্ক অরোরাকে। এ ছাড়াও নিজেদের চরিত্রে ফিরেছেন জিম সর্ভ, কল্কি কোচলিন, শিবানী রঘুবংশীর মতো অভিনেতা ও অভিনেত্রীরা। পাশাপাশি, নতুন চরিত্রে রয়েছেন মোনা সিং ও ত্রিনেত্রা হালদারকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Made in Heaven 2 Arjun Mathur: 'ছেলেদের চুমু খাওয়ার সময় বার বার খোঁচা লাগে', অকপট অর্জুন মাথুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement