Maa Serial-Tithi Basu: 'মা' সিরিয়ালের ঝিলিককে কেন দেখা যায় না টিভির পর্দায়? তিথি বসুর লড়াই জানলে চোখ ভিজবে!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Maa Serial-Tithi Basu: ছোট্ট ঝিলিককে 'মা' ধারাবাহিকের পর আর দেখা যায়নি ছোট পর্দায়! কেন হারিয়ে গেল সে? তিথি বসুর জীবন যুদ্ধ জানলে চমকে যাবেন!
কলকাতা: ‘মা’ ধারাবাহিকের কথা নিশ্চয় মনে আছে? ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’ -এই গান একটা সময় সন্ধ্যে হলেই সবার বাড়ির টিভিতে শোনা যেত! চার বছরের বেশি সময় ধরে চলে এই ধারাবাহিক। মায়ের থেকে তাঁর মেয়েকে চুরি করে নেওয়াই ছিল এই গল্পের প্রধান বিষয়! একের পর একে প্যাচে আটাক পড়ে একটা ছোট্ট মেয়ের জীবন কীভাবে বদলে যেতে পারে এই ধারাবাহিক সেই গল্পই বলেছে। এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিথি বসু। কোঁকড়া চুলের বাচ্চা মেয়ে ঝিলিক সবার মন জয় করে নিয়েছিল। দারুণ দক্ষতার সঙ্গে অভিনয় করেছিল ছোট্ট ঝিলিক। টাকে দেখতেই অপেক্ষায় থাকতেন দর্শকরা! এত ভাল অভিনেত্রী হওয়ার পরেও তিথিকে কিন্তু ‘মা’-এর পর আর কোনও ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি।
কিন্তু কেন দেখা যায়নি তাকে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবনের কঠিন সময়ের কথা জানিয়েছেন তিথি বসু ওরফে ঝিলিক! ঝিলিক চরিত্রের পর আর কোনও চরিত্রে কেন দেখা যায়নি তিথি বসুকে। সে বিষয়ে তিথি জানান, “পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় আমার সঙ্গেও সেটাই হয়েছিল। সে সময় আমি সিরিয়ালে মন দিলে হয়ত পড়াশুনোটা শেষ করতে পারতাম না।”
advertisement
advertisement
এছাড়াও তিথির জীবনে বয়ে গেছে অনেক ঝড়! মাত্র ক্লাস টেন, সে সময়েই বিচ্ছেদ হয়ে যায় বাবা মায়ের। ১৫ বছরের ছোট্ট মেয়েটা হঠাৎ করেই বড় হয়ে যায়। তিনি ওই সাক্ষাৎকারে জানান, ” বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর অনেক কিছু দেখতে হয় তাকে। জীবনের প্রথম বোর্ডের পরীক্ষায় যখন বাকিরা তাদের বাবা মায়ের সঙ্গে আসছে পরীক্ষা দিতে। আমাকে একা যেতে হয়েছে। কারণ বাবা তখন ছেড়ে চলে গেছে। মা একা সব সামলে উঠতে পারতেন না। একাই সব করতে হয় আমাকে। এমনকি ইলেকট্রিকের বিল জমা থেকে বাজার করা সব করতে হয়েছে!”
advertisement
advertisement
তিথি আরও বলেন, ” আমি জিডি বিরলা থেকে পাস-আউট। সেখানে পড়ার খরচা অনেক ছিল। আমি যা রোজগার করেছি তাই দিয়েই পড়াশুনো করেছি। কিন্তু সে সময় যেহেতু মা বাবা সব সামলেছে তাই জানতাম না কত রোজগার করছি। যদিও এখন আমি আমার সব কাজের রোজগার নিজেই সামলাই। জীবন আসলে অনেক কিছু শিখিয়ে দিয়েছে খুব কম বয়েসে!”
advertisement
আরও পড়ুন:
তিথি এখন নিজেকে সফল ইউটিউবার বা ব্লগার হিসেবে দেখতে চায়। কারণ সিরিয়ালের কাজটাও সেই দশাটা পাঁচটা অফিসের মতোই। তিথি চায় না নিজেকে বাঁধা-ধরা নিয়মে বেঁধে ফেলতে। বর্তমানে তার ইউটিউব চ্যানেল এবং ব্লগ থেকে বেশ ভাল রোজগার হচ্ছে। কঠিন সময় কাটিয়ে আগামীতে বড় কিছু সে নিজের মতো করেই করতে চায়। আপাতত ইনস্টাগ্রামের এই ভিডিও তুমুল ভাইরাল !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 4:56 PM IST