‘কী মজা! আমি হিরোইন হব’ থেকে শাশ্বতর উত্তমকুমার...লোপামুদ্রার মন্তব্যে মুগ্ধ নেটিজেনরা

Last Updated:

তাঁর গানের মতো তিনি নিজেও সহজ, সরল ও সাবলীল ৷ লোপামুদ্রা মিত্রর (Lopamudra Mitra) ব্যক্তিত্ব ধরা পড়ে সামাজিক মাধ্যমে তাঁর মন্তব্যেও ৷ নেটিজেনরা উপভোগ করেন তাঁর রসবোধ ৷

কলকাতা : তাঁর গানের মতো তিনি নিজেও সহজ, সরল ও সাবলীল ৷ লোপামুদ্রা মিত্রর (Lopamudra Mitra) ব্যক্তিত্ব ধরা পড়ে সামাজিক মাধ্যমে তাঁর মন্তব্যেও ৷ নেটিজেনরা উপভোগ করেন তাঁর রসবোধ ৷ কবি শ্রীজাতর প্রথম ছবি পরিচালনার পোস্টে লোপামুদ্রা লিখেছেন, ‘‘কি মজা !! আমি হিরোইন হবো !!!!’’
মন্তব্য লেখার অপেক্ষা! নেটিজেনরা ঝড়ের বেগে ‘পছন্দ’ আর ‘ভালবাসা’-র প্রতিক্রিয়া দিয়েছেন শিল্পীকে ৷ পাল্টা রসবোধের ছাপ রেখেছেন নেটিজেনরাও ৷ অনেকেই জানতে চেয়েছেন, তাহলে ছবির নায়ক কে হবেন? জয় সরকার?
প্রসঙ্গত শুক্রবার রাতেই প্রকাশিত হয়েছে কবির পরিচালক হওয়ার সংবাদ ৷ শ্রীজাতর প্রথম ছবির নাম ‘মানবজমিন’ ৷ তবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসের সঙ্গে এই ছবির কোনও সম্পর্ক নেই ৷ রসবোধ ও রোমান্সের আমেজে তপন সিংহ ঘরানার ছবি করতে চান, সংবাদমাধ্যমকে জানিয়েছেন শ্রীজাত ৷ লোপামুদ্রার স্বামী সুরকার জয় সরকারও এই ছবির অংশ৷ তবে নায়ক নন, তিনি এ ছবির সঙ্গীত পরিচালক ৷ শ্রীজাতর পরিচালক হওয়ার খবরে উচ্ছ্বসিত তাঁর অসংখ্য অনুরাগী ৷
advertisement
advertisement
সেই উচ্ছ্বাসে সামিল লোপামুদ্রাও ৷ তবে শুধু কবির পোস্টেই নয় ৷ সঙ্গীতশিল্পী মন্তব্য করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের ছবিতেও ৷ শনিবারের সকালে শাশ্বত একটি পোস্ট করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে উত্তমকুমারে কাটআউটের পাশে দাঁড়িয়ে আছেন শাশ্বত ৷ তাঁর পরনে মহানায়কের মতোই কারুকাজ করা পাঞ্জাবী ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘ আমার সবথেকে বড় অনুপ্রেরণা...আমার আইডল৷ মহানায়ক উত্তম কুমার...’’
advertisement
চার ঘণ্টার মধ্যে ছবিটিতে লভ ও লাইক প্রতিক্রিয়া ছাপিয়ে গিয়েছে ১০ হাজার ৷ মন্তব্য এসেছে অসংখ্য ৷ সেখানেই লোপামুদ্রা লিখেছেন, ‘‘উত্তম কুমার , উত্তম কুমার। তুমিও আমাদের গর্ব ৷’’ তাঁর বক্তব্যে সহমত অধিকাংশ নেটিজেন ৷ তাঁরা লিখেছেন, শাশ্বত চট্টোপাধ্যায়ের মধ্যেই উত্তমকুমারের প্রতিমূর্তি খুঁজে পান ৷
শতাধিক নেটিজেন ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন লোপামুদ্রার মন্তব্যে ৷ শুধু পরিচিত ব্যক্তিত্বদের পোস্টের পাশাপাশি গায়িকার কমেন্ট উজ্জ্বল তাঁর জীবনসঙ্গীর পোস্টেও ৷ এক বার জয় সরকার মাঝে মাঝেই তাঁর গানের ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানেই এক বার অর্ধাঙ্গিনী লোপা লিখেছিলেন ‘‘তুমি গাও ৷ আমি ভাত মাছের ঝোল রান্না করছি৷’’ আর এক বার জয় মজা করে শেয়ার করেছিলেন গানের ভিডিয়ো ৷ প্রযুক্তির কারিগরিতে তাঁর আজব সাজ সেই ভিডিয়োয় ৷ তাঁর গানসাজে লোপামুদ্রার মন্তব্য ছিল ‘‘ আমি ববার বাড়ি চলে যাব!’’
advertisement
তবে বাজিমাত করেছে জয়ের পোস্টে লোপামুদ্রার সাম্প্রতিক রসবোধ ৷ রবীন্দ্র সরোবরে নিজের ছবি পোস্ট করে জয় ক্যাপশন দেন ‘‘সরোবরের নাম রবীন্দ্র৷’’ লোপামুদ্রার মন্তব্য ছিল ‘‘কখন গেছিলে?? বলে যাওনি কেন?’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘কী মজা! আমি হিরোইন হব’ থেকে শাশ্বতর উত্তমকুমার...লোপামুদ্রার মন্তব্যে মুগ্ধ নেটিজেনরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement