Lopamudra Mitra: সাহায্যের হাত বাড়িয়ে ইয়াস দুর্গতদের মাঝে শিল্পী

Last Updated:

নিজেকে ত্রাতা হিসেবে ভাবতে চান না লোপামুদ্রা মিত্র ৷ তাই যে টুকু পৌঁছে দিতে পেরেছেন দুর্গতদের কাছে, তাকে সাহায্য বলতেই ভালবাসেন শিল্পী ৷

কলকাতা :  ত্রাণ নয়, সাহায্য ৷ নিজেকে ত্রাতা হিসেবে ভাবতে চান না লোপামুদ্রা মিত্র ৷ তাই যে টুকু পৌঁছে দিতে পেরেছেন দুর্গতদের কাছে, তাকে সাহায্য বলতেই ভালবাসেন শিল্পী ৷ গত বছর আমফানের পরও বিপন্নদের জন্য বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত ৷ এ বার ‘ইয়াস’-এর পরও তাঁর সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি ৷  সহযোগীদের নিয়ে পূর্ব মেদিনীপুরের জুনপুট অঞ্চলের চারটি গ্রামে পৌঁছ গিয়েছিলেন তিনি ৷ বিরামপুর, বগুরান জলপাই, রঘুসর্দার বগুরান এবং হরিপুর ৷ ঘূর্ণিঝড়ধ্বস্ত এই চার জনপদের প্রায় ৩০০ পরিবারের হাতে তুলে দিলেন অত্যাবশ্যকীয় কিছু জিনিস ৷ তার মধ্যে চাল, ডাল, সয়াবিন, বিস্কুট যেমন ছিল, সেরকমই ছিল জিয়োলিন এবং জামাকাপড় ৷
‘‘ অতিমারির আগে স্বাভাবিক সময়ে আমরা শিল্পীরা মেদিনীপুরে প্রচুর অনুষ্ঠান করেছি ৷ বছরভর মেদিনীপুরের বিভিন্ন অংশ থেকে অনুষ্ঠানের ডাক আসে৷ তাই ভাবলাম এই বিপদের দিনে ওঁদের পাশে দাঁড়াব না?’’ বললেন লোপামুদ্রা ৷ এই উদ্যোগে তাঁর পাশে আছে চারণ ফাউন্ডেশন এবং অন্য একটি সংগঠন ৷ সাহায্য নিয়ে পরের সপ্তাহে রসুলপুর এবং হরিপুরে আবার যাবেন তাঁরা ৷
advertisement
advertisement
বিপর্যস্ত এলাকায় বানভাসিদের অবস্থা দেখে আঁতকে উঠতে হয়েছে উদ্যোক্তাদের ৷ এখনও অনেকেরই দিন কাটছে উঁচু রাস্তার উপর, খোলা আকাশের নীচে ৷ মাইলের পর মাইল জুড়ে চাষের জমির উপর দাঁড়িয়ে আছে অন্তত ৬ থেকে ৮ ফুট জল৷ নোনা জলে চাষের জমির যা অবস্থা, আগামী কয়েক বছর সেখানে কিছু বপন করা যাবে কি না সন্দেহ ৷ কৃষকের পাশাপাশি জুনপুট জুড়ে বাস প্রচুর মৎস্যজীবীর ৷ তাঁদের নৌকো, জাল সব ভাসিয়ে নিয়ে গিয়েছে ইয়াস ৷ বিপর্যস্ত ওই এলাকায় একটি হাইস্কুলের শিক্ষকদের সহযোগিতায় সাহায্য বন্টন করতে পেরেছেন তাঁরা ৷
advertisement
দুর্গতদের দাতব্য জিনিস সংগ্রহ করা হয়েছিল ‘চড়ুইভাতি’-তে ৷ নিছক গানের স্কুল না বলে ‘চড়ুইভাতিকে’ ওয়ার্ক প্লেস বলতেই পছন্দ করেন লোপামুদ্রা ৷ ইচ্ছুকরা ওই ঠিকানাতেই পৌঁছে দিয়েছেন এবং দিচ্ছেন সাহায্যের জিনিস ৷ নির্দিষ্ট অ্যাকাউন্টে দেওয়া যাবে টাকাও ৷ তবে বন্টনের জন্য পুরনো জমাকাপড় আর সংগ্রহ করছেন না লোপামুদ্রা ও তাঁর সহযোগীরা ৷ কারণ হিসেবে জানালেন, এক এক জন এতটাই খারাপ জামাকাপড় দিয়েছেন, সে কথা বলার নয় ৷ এমনকি, ব্যবহৃত মাস্কও পেয়েছেন তাঁরা! তাই জামাকাপড় বাদ দিয়ে বাকি সব কিছুই সংগ্রহ করছেন৷
advertisement
সাহায্য নিয়ে ইয়াসবিধ্বস্তদের মাঝে পৌঁছে যাওয়ার পাশাপাশি করোনারোগীদেরও জন্যও ভেবেছেন লোপামুদ্রা ৷ ভার্চুয়াল গান-আড্ডায় সময় কাটিয়েছেন নিভৃতবাসে থাকা রোগীদের সঙ্গে ৷ তবে তাঁর কাছে প্রবীণদের তুলনায় অল্পবয়সিরাই বেশি এসেছেন বলে জানান গায়িকা ৷ মোট আট বার আড্ডা দিয়েছেন তিনি ৷ চেষ্টা করেছেন মুশকিল আসান হয়ে নিভৃতবাসীদের মন ভাল রাখার ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lopamudra Mitra: সাহায্যের হাত বাড়িয়ে ইয়াস দুর্গতদের মাঝে শিল্পী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement