সেন্সর বোর্ডের কোপে এবার কঙ্কনা অভিনীত ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’

Last Updated:

সেন্সর বোর্ডে আটকে গেল পুরষ্কারপ্রাপ্ত "লিপস্টিক আন্ডার মাই বোরখা" ৷

#মুম্বই: খুব বেশি মাত্রায় নারী কেন্দ্রিক। জীবন সম্বন্ধে নারীদের অবাস্তব কল্পনা। সঙ্গে অগুনতি অশ্লীল দৃশ্য, গালিগালাজ।   এই যুক্তিতে ' লিপস্টিক আন্ডার মাই বোরখা'  নামে ছবিটির মুক্তি আটকে দিল সেন্সর বোর্ড। অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত প্রকাশ ঝার প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা, রত্না পাঠক শাহর মত শিল্পীরা। বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বলিউড। তবে সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনি জানিয়েছেন, সিনেমাটি  বোর্ডের ছাড়পত্র পায়নি ঠিকই, তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে পালটা আবেদন করতেই পারেন নির্মাতারা।
CBFC তরফে ছবিটির প্রোডাকশন হাউসে একটি চিঠি পাঠানো হয়েছে যাতে ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার কারণ জানানো হয়েছে৷ এরপর থেকেই সেন্সর বোর্ডের চিঠিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷
কঙ্কণা সেনশর্মা ও রত্না পাঠক শাহ অভিনীত এই সিনেমাটির বিরুদ্ধে 'যৌন দৃশ্য', 'আপত্তিকর শব্দ' এবং 'অডিও পর্নোগ্রাফি'র 'অভিযোগে' জানানো হয়েছে ৷
advertisement
lipstick
advertisement
অলংকৃত শ্রীবাস্তব পরিচালিত ও প্রকাশ ঝা-র প্রযোজনায় নির্মিত লিপস্টিক আন্ডার মাই বোরখা সিনেমাটি চারজন মহিলার জীবনের গল্প ৷ ছবিটি মুম্বই চলচ্চিত্র উৎসবে লিঙ্গ সমতার ক্ষেত্রে সেরা ছবি এবং টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিট অফ এশিয়া প্রাইজ পেয়েছে। নারীকেন্দ্রিক এই ছবিটিকে কেন ছাড়পত্র দিচ্ছে না সেন্সর বোর্ড তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক ৷
advertisement
সেন্সর বোর্ডের এই সিদ্ধন্তের তীব্র নিন্দা করে অলংকৃত জানিয়েছেন, এর জেরে এর মহিলাদের অধিকারে আঘাত করা হল ৷ পাশাপাশি সেন্সর বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ফারহান, আখতার, বিশাল দাদলানি, রেণুকা শাহানেরাও ৷ ট্যুইটারেও সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে বলিউডের বেশ কয়েকজন তারকা ৷ পিতৃতন্ত্রের সমাজের বিরুদ্ধে প্রশ্ন তোলায় কী এই পদক্ষেপ সেন্সর বোর্ডের ? তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ৷
advertisement
তবে সেন্সর বোর্ডের প্রধান  পহেলাজ নিহালনি জানান, ছবিতে বহু আপত্তিকর দৃশ্য রয়েছে যাতে সমাজের একটি বিশেষ শ্রেণির মানুষ আঘাত পেতে পারেন ৷ তাই এই ছবিকে ছাড়পত্র দেওয়া যাচ্ছে না ৷ তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছবির নির্মাতারা আইনি সাহায্য নিতে পারেন ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সেন্সর বোর্ডের কোপে এবার কঙ্কনা অভিনীত ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement