নাম যখন শিরোনামে, অর্থ-বিতর্কে আলিয়া-কন্যা 'রাহা'র মানে বোঝালেন পবিত্র সরকার
- Published by:Teesta Barman
Last Updated:
পবিত্রবাবুর কথায়, ''আলিয়ার সন্তানের জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি। খুব আদরে বড় হোক। কিন্তু তার মা এই নামের যা যা অর্থ দিয়েছেন, বাংলায় এরকম অর্থ আমরা পাইনি।''
#কলকাতা: একই নামের নানা অর্থ। অঞ্চলভেদে পাল্টাতে থাকে অর্থ। কন্যাসন্তানের নামকরণের সময়ে সে সবই মাথায় রেখেছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। তার প্রমাণ মিলল আলিয়ার ইনস্টাগ্রাম পোস্টে। মেয়ের নাম প্রকাশের সময়ে বিভিন্ন ভাষায় অর্থের তালিকা দিলেন নতুন মা। আরবি থেকে সংস্কৃত, বাংলা থেকে সোয়াহিলি।
রাহা। নাম রাখলেন ঠাকুমা নীতু কাপুর। আলিয়ার পোস্ট অনুযায়ী সেই নামের বাংলা অর্থ, স্বস্তি, আরাম বা বিশ্রাম। কিন্তু এই শব্দের বাংলা অর্থ কি যথাযথ? আলিয়া কি আদৌ সঠিক অর্থ জানিয়েছেন? বাঙালি মহলে আলিয়া-সন্তানের নামকরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
advertisement
advertisement
নিউজ18 বাংলার তরফে ভাষাবিদ পবিত্র সরকারের সঙ্গে যোগযোগ করা হলে তিনি 'রাহা'র অর্থ নিয়ে কথা বললেন। জানালেন, রথ যায় যে পথে, সেটিই রাহা। মূল শব্দ 'রথ্যা' সংস্কৃত থেকে এসেছে। সেখান থেকেই বাংলায় 'রাহা'র উৎপত্তি, যেমন সুরাহা।
পবিত্রবাবুর কথায়, ''আলিয়ার সন্তানের জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি। খুব আদরে বড় হোক। কিন্তু তার মা এই নামের যা যা অর্থ দিয়েছেন, বাংলায় এরকম অর্থ আমরা পাইনি। যদি আলিয়া ভাট এই অর্থের বুৎপত্তির সন্ধান দিতে পারেন, তা হলে আমাদেরও জ্ঞান বৃদ্ধি হয়।''
advertisement
বৃহস্পতিবার আলিয়ার পোস্ট করা সেই ছবিতে দেখা গিয়েছে, রণবীর কাপুরের কোলে তাঁদের একরত্তি। সঙ্গে দাঁড়িয়ে আলিয়া। উল্টোদিকের দেওয়ালে ঝুলছে ছোট্ট একটি বার্সেলোনার জার্সি। তার পিছনেই লেখা সদ্যোজাতর নাম।
advertisement
ছবির সঙ্গে বলি অভিনেত্রী লিখেছিলেন, 'সোয়াহিলি ভাষায় রাহা শব্দের অর্থ আনন্দ, সংস্কৃতে এই শব্দের অর্থ বংশ, গোষ্ঠী। আবার বাংলায় এই শব্দের মানে হল স্বস্তি, আরবি ভাষায় এই নামের অর্থ শান্তি। তা ছাড়াও রাহা মানে স্বাধীনতা, সুখ। সন্তানকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয়েছিল, এই নামের সঙ্গে আমাদের মেয়ের সামঞ্জস্য রয়েছে। ধন্যবাদ রাহা, আমাদের পরিবারে প্রাণ এনে দেওয়ার জন্য। যেন আমাদের জীবন শুরু হল নতুন করে।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 2:43 PM IST
