Salil Chowdhury Birth Anniversary: শীতের শহরে এক অন্যরকম 'সলিল সন্ধা', ৯৯-তম জন্মশতবর্ষে জমজমাট আসর
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Salil Chowdhury Birth Anniversary: কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীর ৯৯-তম জন্মবার্ষিকীর উদযাপনে, আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবর্ষ সোসাইটি (ASCBCS), সুরধ্বনি (শ্রীমতি অন্তরা চৌধুরী প্রতিষ্ঠিত একটি সলিল সঙ্গীত প্রতিষ্ঠান) এর যৌথ উদ্যোগে " আমার টিকিট কাটা অনেক দূরের", শিরোনামে একটি শ্রদ্ধাঞ্জলি কনসার্টের আয়োজন করেছে।
কলকাতা: কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীর ৯৯-তম জন্মবার্ষিকীর উদযাপনে, আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবর্ষ সোসাইটি (ASCBCS), সুরধ্বনি (শ্রীমতি অন্তরা চৌধুরী প্রতিষ্ঠিত একটি সলিল সঙ্গীত প্রতিষ্ঠান) এর যৌথ উদ্যোগে ” আমার টিকিট কাটা অনেক দূরের”, শিরোনামে একটি শ্রদ্ধাঞ্জলি কনসার্টের আয়োজন করেছে। সুরকারের জন্মদিনে ১৯ নভেম্বর, ২০২৪, কলকাতার জিডি বিড়লা সভাঘরে, বিকেল ৫:৩০টা থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবর্ষ সমিতি ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উদযাপন করার জন্য। তাঁর জীবন এবং সঙ্গীতে বিশাল অবদানকে স্মরণ করার জন্য। এই বছর থেকে, ASCBCS বাদ্যযন্ত্রের কনসার্ট, ওয়ার্কশপ, সেমিনার, প্রদর্শনী, সঙ্গীত প্রতিযোগিতা, নাট্য পরিবেশনা, এবং ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করবে ভারত জুড়ে, শতবর্ষ উদযাপনে নানা রূপরেখা তৈরি করবে। সোসাইটি সলিল চৌধুরীর কাজের অমূল্য উত্তরাধিকার সংরক্ষণ, সুরক্ষা এবং প্রচারের জন্য সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং সামাজিক কার্যকলাপের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
advertisement
advertisement
ASCBCS সভাপতি গৌতম ঘোষ, সহ-সভাপতি কল্যাণ সেন বরাট, সাধারণ সম্পাদক শ্রীকান্ত আচার্য, যুগ্ম সম্পাদক অন্তরা চৌধুরী-সহ সদস্যদের মধ্যে হৈমন্তী শুক্লা, সৈকত মিত্র,মনোময় ভট্টাচার্য এবং বুদ্ধদেব গাঙ্গুলী প্রমুখ আছেন । শ্রদ্ধাঞ্জলি কনসার্টে বাংলার সেরা শিল্পীদের একটি তারকা-খচিত লাইন আপ করা হয়েছে। হৈমন্তী শুক্লা, ইন্দ্রাণী সেন, শ্রীরাধা বন্দোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, কল্যাণ সেন বরাট (ক্যালকাটা কয়রা), লোপামুদ্রা মিত্র, সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী, শুভমিতা, রাঘব চ্যাটার্জি, জয়তী চক্রবর্তী, ইমন চক্রবর্তী, সুজয় ভৌমিক, শুভঙ্কর ভাস্কর, ত্রিশা পারুই, অর্কদীপ মিশ্র, দিশা রায়, এবং অন্তরা চৌধুরী ও তাঁর সুরধ্বনি-এর ছাত্র-ছাত্রীরা সঙ্গীত পরিবেশন করবেন। আর থাকবেন প্রখ্যাত গিটারিস্ট রকেট মন্ডল।
advertisement
একসঙ্গে, তাঁরা সলিল চৌধুরীকে তাঁর কালজয়ী হিন্দি এবং বাংলা গান গুলি পরিবেশন করে সম্মান জানাবেন। কনসার্টটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পন্ডিত অজয় চক্রবর্তী। এছাড়াও সায়েন্স সিটি-সহ শহরের বিভিন্ন জায়গায় সলিল চৌধুরীর জন্মদিন পালিত হচ্ছে মঙ্গলবার। যেখানে বহু বিশিষ্ট শিল্পীরা ও দোহারের মতো ব্যান্ড পারফর্ম করবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2024 5:35 PM IST