Zara Hatke Zara Bachke Review: দর্শকের কতটা মন জয় করল সারা-ভিকির 'জরা হটকে জরা বচকে'? পড়ুন রিভিউ
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
মুক্তি পেয়েছে, লক্ষণ উতেকরের "জরা হটকে জরা বচকে"।
নয়াদিল্লি: মুক্তি পেয়েছে, লক্ষণ উতেকরের “জরা হটকে জরা বচকে”। ভিকি কৌশল ও সারা আলি খান অভিনিত এই ছবি জুড়ে রয়েছে পারিবারিক মূল্যবোধ ও আবেগ অনুভূতির গল্প। অবশ্য এই গল্পে নতুনত্য সেরকম নেই। প্রাচিন দাম্পত্যের সাধারণ সমস্যাকেই তুলে ধরেছে এই ছবি।
আর পাঁচটা দম্পতির মতোই এক সাধারণ দম্পতির গল্প নিয়ে তৈরি এই ছবি।এই ছবিতে এক একান্নবর্তী পরিবারের গল্প দেখা যাবে। এক মিষ্টি দম্পতির নিজেদের একান্ত মুহূর্ত কাটানো কতোটা কঠিন হয়ে পড়ে তাই ফুটে উঠবে এই ছবিতে। এতো লোকের ভিড়ে নিজেদের একে অপরকে সময় দেওয়ার সুযোগ পান না এই দম্পতি। তাই শেষমেশ নিজেদের সম্পর্ক বাঁচাতে নকল ডিভোর্সের নাটক করেন তারা। নিজেদের একটি আস্তানা পাওয়ার জন্য সকলের সামনে নকল ঝামেলা বা ঝগড়া করতে শুরু করেন এই দম্পতি।
advertisement
advertisement
ছবির ফার্স্ট হাফ রোমাঞ্চকর হলেওচরিত্রগুলির সম্পর্কে সঠিক ধারনা তৈরি হয় না। এই ছবিতে এক দম্পতির মনের সমস্ত অনুভূতি বোঝাতে সক্ষম হয়েছেন ছবির পরিচালক। এ ছাড়াও ছবিতে রয়েছে বেশ কিছু কমেডি সিন।
ছবির সেকেন্ড হাফে দেখা গিয়েছে বেশকিছু পারিবারিক মুহূর্ত। তবে চিত্রনাট্য ভাল হলেও অনুমানযোগ্য গল্প হওয়ায় খুব বেশি উত্তেজনার সৃষ্টি করতে পারেনি এই ছবি। তবে মুখ্য চরিত্রদের ভাল অভিনয়ের কারণে হৃদয় ছুঁয়ে যেতে পারে অনেকেরই।
advertisement
ছবিতে কপিল নামক চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। ছবিতে নিজের অভনয়ের দক্ষতা পূরণ করছেন ভিকি। অন্যদিকে বহু চেষ্টার পরেও বেশ কিছু জায়গায় দক্ষ অভিনয়ের ছাপ ফেলতে পারেনি সারা আলি খান। বেশকিছু ভাল ডায়লগ থাকা সত্বেও অনেকটাই দূর্বল ঠেকেছে সারার অভিনয়। তবে ছবিতে সারা ও ভিকির অনলাইন কেমিস্ট্রি মন্দ লাগবে না।
advertisement
সব মিলিয়ে ‘জরা হটকে জরা বচকে’ একটি সুন্দর পারিবারিক বিনোদনমূলক ছবি বলা যেতেই পারে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 6:34 PM IST