Abhishek Chatterjee's daughter on Fathers Day: "তুমি আগের থেকেও আরও কাছে", প্রয়াত বাবাকে নিয়ে ফেসবুক পোস্ট অভিনেতা অভিষেকের মেয়ের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Fathers Day: বাবা নেই, ফাদার্স ডে-তে বাবাকে স্মরণ অভিষেক কন্যা ডলের৷ আবেগ তাড়িত পোস্ট৷
#কলকাতা: বাবা নেই, কেটে গিয়েছে কয়েক মাস৷ খুবই মন খারাপ এবারের ফাদার্স ডে-তে৷ কারণ বাবার আদরের ডল এখন যেন অনেকটা একা৷ তবে সে মনে করে বাবা কোথাও হারায়নি, আর হারাবেও না৷ তুমি আমার আরও কাছে রয়েছ৷ এভাবেই ফেসবুকে মেয়ের মনের কথা লিখে দিলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়৷ তিনি একটি ভিডিও পোস্ট করেছেন৷ সেখানে প্রয়াত অভিনেতার সঙ্গে তাঁর মেয়ের অনেক ছবি রয়েছে৷ সেই পোস্টের সঙ্গে তিনি লিখেছেন যে, এই ভিডিও দেখে যেন কারও মন খারাপ না হয়৷ মেয়ে-বাবার এই ছবি যেন আরও অনুপ্ররণা জোগায়, বলছেন আবেগ তাড়িত সংযুক্তা৷
একই সঙ্গে আরও একটি ভিডিও পোস্ট করেন তাঁর স্ত্রী৷ পুরনো সেই ভিডিওয়ে দেখা গিয়েছে যে ব্যাঙ্ককে এক প্রমোদতরীতে মেয়ের সঙ্গে অভিষেক৷ সকলে সেখানে নাচছেন, তবে ছোট্ট মেয়ে সকলের সামনে নাচতে কুণ্ঠাবোধ করছে৷ তখনই এগিয়ে এসেছেন বাবা৷ মেয়ের হাত ধরে তিনি নাচলেন, মেয়ের মনে সাহস যোগালেন৷ আসলে বাবারা তো এমনই হন৷ আর অভিষেকও ব্যতিক্রম ছিলেন না৷ কিন্তু আজ সবকিছুই অতীত৷
advertisement
advertisement
মৃত্যুর আগে লম্বা ছুটি নিয়েছিলেন সপরিবারে ঘুরতে যাবেন বলে। তবে পরিবারের সঙ্গে সেই ছুটি হল না, চিরতরে ছুটিই নিয়ে নিলেন অভিনেতা৷ মেয়ে অন্ত প্রাণ ছিলেন তিনি। মেয়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি তুলে দিতেন সোশ্যাল মিডিয়ায়। মৃত্যুর আগে শেষ রবিবারও সকলের সঙ্গে মজার সময় কাটানোর ছবি দিয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। আরও এক রবিবার এবং ফাদার্স ডে৷ তাই বাবাকে আজ খুব মিস করছে তাঁর ছোট্ট ডল৷
advertisement
হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে যান অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। ৫৮ বছর বয়সি অভিনেতার মৃত্যুতে এখনও শোকাচ্ছন্ন তাঁর অনুরাগীরা। এক সময়ে বড় পর্দায় একের পরে এক ছবি আর শেষের দিকে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয়। তাই বাঙালি দর্শক এখনও শোকে ভার হয়ে আছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2022 9:07 PM IST