Lata Mangeskar (1929-2022): কেন জীবনের শেষদিকে বলিউডের চলচ্চিত্রে গান গাওয়া ছেড়েই দিয়েছিলেন লতা মঙ্গেশকর?

Last Updated:

Lata Mangeskar Songs: লতার বোন মীনা মঙ্গেশকর ২০১৯ সালে জানান যে বলিউড ২০১০-এর পর থেকে যে ধরনের সঙ্গীত তৈরি করছে তা মোটেও পছন্দ করতেন না লতা।

বাবার কাছ থেকেই প্রথম সঙ্গীত শিক্ষা লাভ করেন লতা।
বাবার কাছ থেকেই প্রথম সঙ্গীত শিক্ষা লাভ করেন লতা।
#মুম্বই: সরস্বতীর বিসর্জনের দিনই সুরের জগতের আরও গভীরে পাড়ি দিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। রবিবার, ৬ ফেব্রুয়ারি সকাল ৮:১২ মিনিটে লতা মঙ্গেশকরের (Lata Mangeskar (1929-2022)) প্রয়াণ ঘটে। COVID19 সংক্রমণের পরে হাসপাতালে ভর্তি হওয়ার ২৮ দিনেরও বেশি পরে বহু অঙ্গ বিকল হয়ে পড়ার কারণে ৯২ বছর বয়সে লতা মঙ্গেশকর প্রয়াত হন। সারা দেশ জুড়েই সঙ্গীত জগতের মানুষজন জানিয়েছেন, আর কোনও দিনও ভারতে এমন কোনও শিল্পী জন্ম নেবেন না সম্ভবত। একেবারে কিশোরী বয়স থেকেই গানকেই ধ্যান জ্ঞান ও জীবিকা হিসেবে বেছে নিয়েছিলেন লতা (Lata Mangeskar (1929-2022))। নিজের আট দশকেরও দীর্ঘ কর্মজীবনে ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। বলিউডের তাবড় অভিনেত্রীদের গলায় তাঁর গান দেশের সঙ্গীতপ্রেমীদের মাত করে রেখেছে এখনও। অন্যান্য ভাষার চলচ্চিত্রের জন্যও গান গেয়েছেন শিল্পী।
দীর্ঘকাল ধরে বলিউডে একের পর এক গান দিয়ে নিয়ের সুরের জাদু ছড়িয়ে দিয়েছিলেন লতা (Lata Mangeskar (1929-2022))। তবে ২০০০ সালের পর থেকে বলিউডে খুব কম সিনেমাতেই গান গেয়েছেন এই শিল্পী। যদিও জুবেইদা সিনেমায় সো গয়া হ্যায়, মহাব্বতে সিনেমায় হামকো হামিসে চুরা লো, লগান সিনেমার ও পালনহারে, কাভি খুশি কাভি গম-এর টাইটেল ট্র্যাক, বীর জারা-এর অ্যালবাম এবং রং দে বাসন্তীর লুকা চুপি গানের মতো হৃদয় নিংড়ানো কিছু গান তিনি গেয়েছেন ২০০০ সালের পর।
advertisement
advertisement
তবে বলিউডের সিনেমায় গান গাওয়া থেকে থেকে নিজেকে পিছিয়ে রেখেছিলেন লতা (Lata Mangeskar (1929-2022))। গান রেকর্ড করেছেন তিনি অনেকই তবে বলিউডের চলচ্চিত্রের জন্য নয়। যদিও লতা মঙ্গেশকর নিজে কখনও তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে থাকা কারণটিকে প্রকাশ্যে জানাননি। তবে লতার বোন মীনা মঙ্গেশকর ২০১৯ সালে জানান যে বলিউড ২০১০-এর পর থেকে যে ধরনের সঙ্গীত তৈরি করছে তা মোটেও পছন্দ করতেন না লতা।
advertisement
“কেউ জানে না কেন তিনি বলিউডের সিনেমায় গান করা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু এই ১০ দিন আগেই, তিনি একটি মারাঠি সিনেমার জন্য গান রেকর্ড করেন। তিনি এখন খুব বেশি গান করেন না, বিশেষ করে চলচ্চিত্রের জন্য। গানের কথা ও সুর ভালো হলে তবেই তিনি গান। সঙ্গীতই তাঁর জীবন। কিন্তু গানের কথা এবং ততোধিক বাজনার কারণে তিনি আজকের চলচ্চিত্রের গান খুব বেশি উপভোগ করেন না,”২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর জানিয়েছিলেন মীনা।
advertisement
লতার মৃত্যুর পরে বহু তারকা, রাজনীতিবিদ এবং ক্রীড়া ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদের শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। অক্ষয় কুমার, অনিল কাপুর, অনুষ্কা শর্মা, কঙ্গনা রানাউত, ম্রুণাল ঠাকুর, অর্জুন রামপাল, শাহিদ কাপুর এবং রণবীর সিং সহ বহু বলিউড অভিনেতারা কিংবদন্তী লতা মঙ্গেশকরের মৃত্যুকে একটি ‘যুগের সমাপ্তি’ হিসেবেই দেখছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lata Mangeskar (1929-2022): কেন জীবনের শেষদিকে বলিউডের চলচ্চিত্রে গান গাওয়া ছেড়েই দিয়েছিলেন লতা মঙ্গেশকর?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement