#মুম্বই: করোনার বাড়বাড়ন্ত চলছেই ৷ গোটা বিশ্বেই করোনায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে ৷ করোনার মোকাবিলায় গোটা দেশ ও বিশ্বে চলছে লকডাউন ৷ দেশের সাধারণ থেকে সেলিব্রিটি সবাই এখন নিজেদের ঘরবন্দি করে রেখেছেন ৷
তবে এরই মাঝে লারার কানে এসে পৌঁছল এক দুঃসংবাদ৷ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল লারা দত্তের সবচেয়ে প্রিয় বন্ধুর৷ যিনি থাকতেন মার্কিন যুক্তরাষ্ট্রে ৷
এক ইংরেজি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে লারা দত্ত জানিয়েছেন, ‘যারা মনে করেন করোনা একমাত্র বয়স্ক বা শিশুদের কাবু করতে পারে, তারা ভুল ভাবনায় রয়েছেন ৷ আমার বন্ধুর কোনও শারীরীক অসুস্থতা ছিল না ৷ একেবারে ফিট ছিল৷ কিন্তু দেখুন, করোনা কীভাবে তাঁর প্রাণ কেড়ে নিল৷ ’
লারার আরও জানিয়েছেন, সেই ছোটবেলা থেকে ওর আমার সঙ্গে বন্ধুত্ব ৷ কোনওদিন যে এভাবে ওকে হারাতে হবে ভাবতেই পারিনি ৷ খুবই খারাপ সময় যাচ্ছে...চিন্তা হচ্ছে ভবিষ্যতে কী হবে !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Corona, COVID-19, Lara Dutta, News