Kuch Kuch Hota Hai: শাহরুখ-কাজল-রানির সুপারহিট 'কুছ কুছ হোতা হ্যায়', ছবি থেকে এই দৃশ্য বাদ গিয়েছিল! কারণ জানলে চমকে যাবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Kuch Kuch Hota Hai: আজ এত বছর কেটে যাওয়ার পরও এই ছবি সমান ভাবে দর্শকদের কাছে জনপ্রিয়।
কলকাতা: ২৫ বছর পার হয়ে গিয়েছে বলিউডের সুপারহিট ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর। এই ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন করণ জোহর। ছবিতে দেখা গিয়েছিল শাহরুখ খান, কাজল ও রানি মুখোপাধ্যায়কে। ক্যামিও করেছিলেন সলমান খানও। এত বছর পর ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ডিলিট হওয়া দৃশ্য ফাঁস হয়েছে।
আজ এত বছর কেটে যাওয়ার পরও এই ছবি সমান ভাবে দর্শকদের কাছে জনপ্রিয়। রাহুল অঞ্জলির প্রেম কাহিনি আজও অনেকের বড়ই পছন্দের। আজও এই ছবি অনেকেই বার বার দেখেন। এই ছবির একদম প্রথম দৃশ্যে দেখা যায় একটা চিতা জ্বলছে। আর সেই চিতার পাশে দাঁড়িয়ে শাহরুখ খান। ছবিতে দেখানো হয় সেটা রানি মুখোপাধ্যায় তথা টিনা অর্থাৎ রাহুলের (শাহরুখ) স্ত্রীর চিতা।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: মাছের কাঁটা চিবিয়ে খাওয়া অভ্যেস? জানেন এটি শরীরে গেলে কী হয়? জানুন চিকিৎসকের মত
প্রেগন্যান্সিতে কমপ্লিকেসি ছিল তাঁর। আর মেয়ে হতে গিয়েই চলে যায় সে। রাহুলের কাছে রেখে যায় তাঁর সদ্য জন্মানো মেয়ে অঞ্জলিকে। দিয়ে যায় কিছু চিঠি তার মেয়ের জন্য। কিন্তু জানেন কি এই কালজয়ী ছবির শুরুটা এমন হওয়ার কথাই ছিল না। করণ জোহর এই ছবির শুরুটা একদম অন্য ভাবে ভেবেছিলেন। তিনি চেয়েছিলেন যাতে এই ছবিটা রানি আর ফরিদা জালাল অর্থাৎ যিনি শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁদের দিয়ে এই ছবিতে তাঁদের দিয়ে শুরু করবেন। প্রথম দৃশ্যে দেখানো হবে রানির সাধ ভক্ষণের দৃশ্য এমনটাই ভাবেন করণ। ‘তুঝে ইয়াদ না মেরি আয়ি’ গানটি থাকবে ব্যাকগ্রাউন্ডে।
advertisement
আর এখানে তুলে ধরা হবে রানির এক্সপ্রেশন যে জানে যে সে আর বেশিদিন বাঁচবে না, তাঁর মৃত্যু আসন্ন। এই গোটা দৃশ্য শুট করার পর করণ যখন সেটা তাঁর মেন্টর আদিত্য চোপড়াকে দেখান তিনি বলেন শুরুটা একটু অন্য রকম ভাবে করতে। করণ তাঁর সঙ্গে ঝগড়া ঝামেলা করলেও পরে সেটা বদলে নেন। আর পরিণাম সকলেই জানেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 05, 2024 6:05 PM IST