Kriti Sanon's Viral Video: মেক-আপ ভ্যান থেকে উল্টে পড়লেন কৃতি শ্যানন ! বেকায়দায় নায়িকা! ভাইরাল ভিডিও

Last Updated:

Kriti Sanon's Viral Video: হাই হিলেই যত গণ্ডগোল! নাজেহাল দশা কৃতি শ্যাননের !

#মুম্বই:  মুক্তি পেয়েছে 'বচ্চন পান্ডে'। এই ছবিতে ভিলেন-নায়ক অক্ষয় কুমার। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন জ্যাকলিন ও কৃতি শ্যানন (Kriti Sanon's Viral Video)। আরশদ আওরসিও রয়েছেন মজাদার চরিত্রে। এই কমেডি ছবি নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা ছিল। অক্ষয়কে নতুন ভূমিকায় দেখা গেছে এই ছবিতে।
অক্ষয় একজন নামি গুন্ডা। কথায় কথায় মানুষ খুন করে ফেলতে দু'বার ভাবে না সে। কিন্তু অক্ষয়ের এই ভয়ঙ্কর রূপের পিছনে রয়েছে কারণ। কৃতি চান অক্ষয়ের উপরে ডকুমেন্ট্রি বানাতে। সঙ্গে আরশদ। এবার কী সত্যিই এমন গুন্ডার ডকুমেন্ট্রি হবে। কী ভাবে প্রেম হবে কৃতি ও অক্ষয়ের। জ্যাকলিনেরই বা কি ভূমিকা? সে সব জানতে হলে অবশ্যই যেতে হবে সিনেমা হলে (Kriti Sanon's Viral Video)। তবে এই ছবির জন্য এখন জোর কদমে চলছে প্রোমোশন।
advertisement
View this post on Instagram

A post shared by Pinkvilla (@pinkvilla)

advertisement
advertisement
দিল্লি থেকে মুম্বই সব জায়গায় দেখা যাচ্ছে এই চারজনকে। ছবির প্রোমোশনে নানা মজার ভিডিও সামনে আসছে। সম্প্রতি কৃতি শ্যাননের একটি ভিডিও (Kriti Sanon's Viral Video) সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে ছবির প্রোমোশনের জন্য তৈরি হচ্ছেন কৃতি। এই পর্যন্ত ঠিক আছে। ইয়েলো জ্যাম্পশ্যুট পরে আছেন কৃতি। কিন্তু বিপত্তি ঘটল মেক-আপ ভ্যান থেকে নামতে গিয়ে। পায়ে হিল জুতো। ভ্যান থেকে নামতে গিয়ে টাল খেয়ে গেলেন কৃতি। প্রায় উল্টে গেলেন তিনি। দৌড়ে এসে কৃতির হাত ধরলেন সেখানে উপস্থিত বাকিরা। তবে এই সিচুয়েশনে বেকায়দায় পড়েন অভিনেত্রী। কৃতি জানিয়েছেন পায়ে চোটও পেয়েছেন তিনি। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়।
advertisement
তবে শুধু মেক-আপ ভ্যান নয়, ছবি তুলতে গিয়েও পড়ে যাচ্ছিলেন কৃতি(Kriti Sanon's Viral Video) । তাঁর ভক্তরা লিখেছেন, "কী হল আপনার? বার বার পড়ে যাচ্ছেন কেন?" আবার অনেকে লিখেছেন, 'কাজের চাপ বেশি হয়ে গেছে।" 'বচ্চন পান্ডে'-তে কৃতির অভিনয় প্রশংসিত  হয়েছে। বলিউডে এখন টপ নায়িকাদের মধ্যে কৃতি অন্যতম। বেশির ভাগ বড় বাজেটের ছবিতেই অভিনয় করতে দেখা যায় তাঁকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kriti Sanon's Viral Video: মেক-আপ ভ্যান থেকে উল্টে পড়লেন কৃতি শ্যানন ! বেকায়দায় নায়িকা! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement