Korean Actress: বিয়ের ৬ মাসেই সব শেষ! বিশ্বখ্যাত অভিনেত্রী ডিভোর্স দিলেন স্বামীকে, হইচই ভক্তদের মধ্যে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Korean Actress: একাধিক কোরিয়ান ড্রামা ‘স্টর্মি লাভার্স’, ‘প্রিনসেস অরোরা’, ‘সিটি অফ দ্য সান’-এ অভিনয় করে গোটা বিশ্বের দর্শকের কাছে জনপ্রিয় হয়েছেন। একইসঙ্গে কোরিয়ার একাধিক ছবিতেও অভিনয় করেছেন জাং।
বিয়ের ৬ মাসের মধ্যেই সব শেষ। কোরিয়ান তারকা জাং জু ইয়োন বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন। গত মার্চেই তাঁদের বিয়ে হয়েছে। অক্টোবরের মধ্যেই ছাদ আলাদা হয়ে গিয়েছে দু’জনের। জাংয়ের স্বামী তারকা নন। তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে বিবৃতি জারি করা হয়েছে জাংয়ের টিমের পক্ষ থেকে।
সূত্র মারফত খবর, তাঁরা দু’জনেই বোঝাপড়ার মাধ্যমে ডিভোর্সের পথে হেঁটেছেন। মার্চে যখন তাঁদের বিয়ে হয়, সেই সময়ে তাঁরা নাকি খাতায় কলমে সইটা করেননি। কেবল অনুষ্ঠান হয়েছিল। তাই দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী বিবাহবিচ্ছেদের জন্য সরকারি ভাবে দায়ের করতে হবে না।
advertisement
advertisement
একাধিক কোরিয়ান ড্রামা ‘স্টর্মি লাভার্স’, ‘প্রিনসেস অরোরা’, ‘সিটি অফ দ্য সান’-এ অভিনয় করে গোটা বিশ্বের দর্শকের কাছে জনপ্রিয় হয়েছেন। একইসঙ্গে কোরিয়ার একাধিক ছবিতেও অভিনয় করেছেন জাং। জনপ্রিয় তারকা বলেই বিবাহবিচ্ছেদের খবর চাউর হতেই সারা পৃথিবীর মানুষের কাছে কটাক্ষের শিকার হলেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2023 3:56 PM IST
