Koneenica Banerjee: কিছু সম্পর্ক জীবন থেকে হঠা‍ৎ গায়েব হয়ে গেল! কার উদ্দেশ্যে এমন মন্তব্য কণীনিকার

Last Updated:

Koneenica Banerjee: অয়ন চক্রবর্তী পরিচালিত সিরিজ 'নিখোঁজ'-এ দেখা যাবে কণীনিকাকে। আপাতত সেই সিরিজের কাজেই ব্যস্ত অভিনেত্রী।

কলকাতা: ইন্ডাস্ট্রিতে দু’দশক পার। দীর্ঘ এই সময়ে নানা ওঠাপড়া দেখেছেন পেশাগত ক্ষেত্রে। অভিনেত্রী হিসেবে তিনি আজ কতটা সফল, তা আর নতুন করে বলে দিতে হয় না। কিন্তু ব্যক্তিগত জীবনেও কম টানাপড়েন আসেনি। সম্প্রতি সে বিষয়েই কথা বললেন অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়।
অয়ন চক্রবর্তী পরিচালিত সিরিজ ‘নিখোঁজ’-এ দেখা যাবে কণীনিকাকে। আপাতত সেই সিরিজের কাজেই ব্যস্ত অভিনেত্রী। এই থ্রিলারে টোটা রায়চৌধুরীর স্ত্রীর ভূমিকায় কণীনিকা। তাঁর চরিত্রের নাম গার্গী। রোদে পুড়ে দক্ষিণ কলকাতার রাস্তায় ছোটাছুটি করে দিব্যি শ্যুট করছেন অভিনেত্রী।
নাম,যশ, খ্যাতি, অভিনয়ের দৌলতে সবই পেয়েছেন কণীনিকা। তবু এমন কোনও জিনিস আছে কি, যা তাঁর জীবন থেকে ‘নিখোঁজ’?
advertisement
advertisement
নিউজ১৮ বাংলাকে কণীনিকা বলেন, “আমার কিছু সম্পর্ক আছে যেগুলো জীবন থেকে হঠা‍ৎ করে ভ্যানিশ হয়ে গিয়েছে। সেই সম্পর্কগুলো কেন নিখোঁজ হয়েছে, আমার জানা নেই। সেগুলো নিয়ে ভাবি না বললে মিথ্যা বলা হবে। কিন্তু সেই সম্পর্কগুলো থাকল না। আমার মনে হয়, যখন যেটা চলে যাওয়ার, সেটা চলে গেলেই জীবনের গল্প এগিয়ে যায়।”
advertisement
কাজের পাশাপাশি মেয়ে কিয়াকে নিয়ে অনেকটা সময় কাটে কণীনিকার। মাকে ঘিরেই আবর্তিত একরত্তির পৃথিবী। মেয়ের জন্য সেই পৃথিবীকেই আরও সুন্দর করে সাজিয়ে তুলতে চাইছেন অভিনেত্রী।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koneenica Banerjee: কিছু সম্পর্ক জীবন থেকে হঠা‍ৎ গায়েব হয়ে গেল! কার উদ্দেশ্যে এমন মন্তব্য কণীনিকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement