৪২ দেশের ১৮৩ ছবি, বিশেষ গুরুত্ব খেলার সিনেমায়, সিনেমা উৎসবের ঢাকে কাঠি

Last Updated:

২৮ তম চলচ্চিত্র উৎসবে মোট ৪২টি দেশের ১৮৩টি ছবি দেখানো হবে, যার মধ্যে রয়েছে ১৩০টি ফিচার ছবি এবং ৫২টি শর্ট ডকুমেন্টরি ছবি৷

#কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক হল শনিবার৷ সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, বীরবাহা হাঁসদা, হরনাথ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্ররা৷ ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷ সেই সঙ্গেই শুরু হয়ে গেল উৎসবের৷
মঞ্চে উপস্থিত ছিলেন সকলেই৷ উৎসব কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, এ বারের উৎসবের উদ্বোধনী ছবি অভিমান, প্রদর্শিত হবে ১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ও রবীন্দ্র সদনে বিকেল সাড়ে পাঁচটার সময়৷ এ ছাড়া এই বছরে চলচ্চিত্র উৎসবে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্পোর্টস ফিল্মের উপরে৷ বিভাগটির নাম দেওয়া হয়েছে, গেম অন৷ সেখানে চক দে ইন্ডিয়া থেকে শুরু করে কোনি, বিভিন্ন খেলা বিষয়ক ছবি দেখানো হবে৷
advertisement
advertisement
আরও পড়ুন: অস্বস্তিতে তৃণমূল, সুদীপ-তাপস দ্বৈরথ থামার কোনও লক্ষণ নেই
২৮ তম চলচ্চিত্র উৎসবে মোট ৪২টি দেশের ১৮৩টি ছবি দেখানো হবে, যার মধ্যে রয়েছে ১৩০টি ফিচার ছবি এবং ৫২টি শর্ট ডকুমেন্টরি ছবি৷ ২৩১টি শো দেখানো হবে মোট ১০টি ভেন্যুতে৷ মোট ১৪টি আলাদা আলাদা বিভাগ রয়েছে৷ প্রতিযোগিতামূলক বিভাগে রয়েছে মোট ৬৬টি ছবি৷
advertisement
এ বারে চলচ্চিত্র উৎসবের মূল কথা হচ্ছে, ‘বিশ্ব মেলে ছবির মেলায়’, ইংরাজিতে ‘Meet The World At The World of Cinema’৷ করোনা কালের একাধিক বাধা পেরিয়ে এ বার পুরোদমে চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে শহরে৷ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা প্রতি বছর এই উৎসবে আসেন ছবি দেখতে৷ এ বারেও দর্শকদের ঢল নামবে বলে মনে করা হচ্ছে৷ সেই কারণেই এ বার সিনেপ্রেমীদের উৎসাহ রয়েছে চরমে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৪২ দেশের ১৮৩ ছবি, বিশেষ গুরুত্ব খেলার সিনেমায়, সিনেমা উৎসবের ঢাকে কাঠি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement