KIFF 2023: অনুরাগ কাশ্যপের ছবির প্রদর্শনীতে ধস্তাধস্তি নন্দনে! পরিস্থিতি সামাল দিতে ছুটে এল পুলিশ
- Published by:Sayani Rana
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবে রবিবার ‘কেনেডি’র দেখানো করা হয়। সেই ছবির জন্য দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। রবিবার দুপুর থেকেই নন্দনে হল ১-এর সামনে ছিল বিরাট লাইন। কিন্তু স্ক্রিনিংয়ের সময় কাটল ছন্দ। ক্ষোভ উগড়ে দিলেন দর্শকরা।
কলকাতা: কান ফিল্ম ফেস্টিভেলে কেনেডি-র বিরাট সাফল্য। দেশজুড়ে অপেক্ষা অনুরাগ কাশ্যপের এই ছবি মুক্তির। আর তার আগেই ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবে রবিবার ‘কেনেডি’র দেখানো করা হয়। সেই ছবির জন্য দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। রবিবার দুপুর থেকেই নন্দনে হল ১-এর সামনে ছিল বিরাট লাইন। কিন্তু স্ক্রিনিংয়ের সময় কাটল ছন্দ। ক্ষোভ উগড়ে দিলেন দর্শকরা।
কলকাতা চলচ্চিত্র উৎসবের ষষ্ঠদিনই ঘটল এই কাণ্ড। কেনেডি-র প্রদর্শন ঘিরে দুপুর থেকেই দর্শকের লাগামছাড়া ভিড় ছিল। সন্ধ্যা ৭ টায় এই ছবি দেখানো হয়েছে নন্দন ১-এ। বহু দর্শক রবিবার নন্দন ১ সামনে প্রায় দু-আড়াই ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু দর্শকাসন ছিল সীমিত। তাই এতক্ষন দাঁড়িয়ে থাকার পরও অনেকেই হলে প্রবেশ করতে পারেননি সিট সংখ্যা অল্প থাকায়। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অনেকেই সেখানেই এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষে পুলিশকে ঘটনাস্থলে আসতে হয়। পুলিশ এসে পুরো ঘটনা নিয়ন্ত্রণে এনে।
advertisement
advertisement
সানি লিওন ও রাহুল ভাট অভিনীত ছবি ঘিরে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। কারণ, প্রথমত ছুটির ছুটির দিন, দ্বিতীয়ত কান, সিডনির মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কেনেডি-র সাফল্য, পাশাপাশি এখন ভারতে মুক্তি পায়নি ছবিটি তাই এই সুযোগ সিনেপ্রেমীরা মূলত হাতছাড়া করতে চাননি। অন্যদিকে, নন্দন কতৃপক্ষ জানান, সিট সংখ্যা সীমিত থাকার কারণে এই সমস্যা দেখা দেয়।
advertisement
অন্যদিকে অনুরাগ বলেন, ‘‘কলকাতায় এই ছবি দেখানোর স্বপ্ন ছিল আমার। প্রতি বছরই আমি এই শহরে আসি। বেশ কিছু পুরনো বন্ধু এখানে আছে। খাবারের নিরিখে কলকাতা আমার সবথেকে পছন্দের। তাই প্রতি বছরই এখানে আসি কেবল খাওয়ার জন্য।’’
আরও পড়ুন: ‘তোমার শেষ কাজ দেখে…’ ‘অ্যানিম্যাল’-এ রশ্মিকার কাজ দেখে এ কী বললেন অমিতাভ! শোরগোল নেটপাড়ায়
advertisement
অনিদ্রার সমস্যায় জর্জরিত এক প্রাক্তন পুলিশ অফিসারের গল্প দেখানো হয়েছে কেনেডি-তে। দুর্নীতিতে ভরা সমাজে তার লড়াইকে তুলে ধরা হয়েছে। সেই চরিত্রেই রয়েছেন রাহুল ভাট। অন্যদিকে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে সানি লিওনকে। সম্ভবত আগামী বছরের ফেব্রুয়ারী অথবা মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2023 4:30 PM IST