Kolkata: পৃথিবীর নানা প্রান্তের লোকসঙ্গীত এই শহরে, একই মঞ্চে একাধিক নামজাদা শিল্পী

Last Updated:

Kolkata:কলকাতা ইউথ অনসেম্বল (কে.ওয়াই.ই) শৈশব পার করে এখন তারুণ্যের ঔজ্জ্বল্য নিয়ে ব্যাপ্ত। পশ্চিমবঙ্গ তথা কলকাতার সুরমহলে বহুলচর্চিত একটি স্ট্রিং অর্কেস্ট্রা।

পৃথিবীর নানা প্রান্তের লোকসঙ্গীত এই শহরে
পৃথিবীর নানা প্রান্তের লোকসঙ্গীত এই শহরে
কলকাতা: কলকাতা ইউথ অনসেম্বল (কে.ওয়াই.ই) শৈশব পার করে এখন তারুণ্যের ঔজ্জ্বল্য নিয়ে ব্যাপ্ত। পশ্চিমবঙ্গ তথা কলকাতার সুরমহলে বহুলচর্চিত একটি স্ট্রিং অর্কেস্ট্রা। একমাত্র কে.ওয়াই.ই ভারতবর্ষের সাংস্কৃতিক জগতের নবজাগরণের পুরোধা হতে চলেছে। এই প্রথমবার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অগ্রগন্য শিল্পী জ্ঞানপ্রকাশ ঘোষ এবং লোকসঙ্গীতের যাদুকর  নির্মলেন্দু চৌধুরী বিশ্ব লোকসঙ্গীত ও তাঁর ঔরসজাত সঙ্গীতের মেলবন্ধন হতে চলেছে একই মঞ্চে, আগামী ১২ আগষ্ট,২০২৩, মধুসূদন মঞ্চ, বিকেল ৫টায়।
এখানে প্রাচ্য ও পাশ্চাত্ত সঙ্গীতের মেলবন্ধন বললেও অত্যুক্তি করা হবেনা।প্রায় ১৩০ জন শিল্পীর সমন্বয়ে এই অকেস্ট্রা।মুখ্য অংশে রয়েছে- কিং অফ দি অল ইন্সট্রুমেন্ট- ‘ভায়োলিন’* এবং ভোকাল সিম্ফনি, ছন্দকারদের বিশ্ব বাদ্যযন্ত্র, যার অনুরণন সোশ‍‍্যাল মিডিয়া, লাইভ টেলিকাস্টের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমাদের দেশে এই প্রথমবার একই মঞ্চে ভারতায় মার্গ সঙ্গীত ও বিশ্ব লোকসঙ্গীতের মেলবন্ধন হতে চলেছে।আমাদের ভারতীয় সঙ্গীত ও তার সঙ্গে প্রকৃতির সম্পর্ক অতি প্রাচীনকাল থেকেই।এই সঙ্গীতই ছিল ভাব প্রকাশের মাধ্যম।
advertisement
advertisement
আদিম যুগে যখন ভাষা আবিষ্কার হয়নি তখন থেকেই গোষ্ঠীবদ্ধ মানব সমাজে এই সঙ্গীত মনের ভাবরচনা করত।বৈদিক যুগে বেদ মন্ত্র উচ্চারণে আর্চিক, গাথিক ও সামিগ স্বরে উদাত্ত ও অনুদাত্ত এবং স্বরিত স্বরের প্রয়োগে যে বেদ মন্ত্র সমস্বরে উচ্চারিত হত তাই পরবর্তীকালে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ রাগীনিতে রূপান্তরিত হয়েছে। পন্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ মঞ্চে উপস্থাপনা করতে চলেছেন চারটি সান্ধ্যকালীন রাগ।
advertisement
অমিতাভ ঘোষ এর কথায়- অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে ‘Folkus’। সমগ্র অনুষ্ঠানেই লোক সঙ্গীতের ছোঁয়া রয়েছে এবং এই আঙ্গিকের অনুষ্ঠান আগে কখনও হয়নি তাই এই অনুষ্ঠানটিকে সঙ্গীত জগতের বিপ্লব বলা যেতেই পারে। বিশ্বের নানা প্রান্তের লোকসঙ্গীত কীভাবে ভারতীয় পপুলার মিউজিককে প্রভাবিত করেছে মঞ্চে পরিবেশিত হবে অর্কেস্ট্রার মাধ্যমে। আমৃত্যু সৌমিত্র চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানের পৃষ্টপোষকতা করেছেন। দেখতে আসতেন এই অনুষ্ঠান।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kolkata: পৃথিবীর নানা প্রান্তের লোকসঙ্গীত এই শহরে, একই মঞ্চে একাধিক নামজাদা শিল্পী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement