কলকাতা চলচ্চিত্র উৎসব: তথ্য চিত্রে ধরা দেবে অমিতাভ, ঋতুপর্ণ, প্রসেনজিতের রিয়েল লাইফ স্ক্রিপ্ট !

Last Updated:

দেশি-বিদেশী ছবির পরিচালকরা বার বার বলে থাকেন, ফিচার ফিল্মের তুলনায় তথ্যচিত্র পরিচালনা করা অনেক কঠিন কাজ ৷

#কলকাতা: দেশি-বিদেশী ছবির পরিচালকরা বার বার বলে থাকেন, ফিচার ফিল্মের তুলনায় তথ্যচিত্র পরিচালনা করা অনেক কঠিন কাজ ৷ স্বল্প পরিসরে, অল্প সময়ের মধ্যে গোটা গল্প বলা ও দর্শকের মনে ছাপ ফেলে যাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং ৷ আর সেই চ্যালেঞ্জকে সঙ্গে নিয়ে প্রতিবছরই বহু তথ্য চিত্র তৈরি হয় দেশে-বিদেশে ৷ সেই সব তথ্য চিত্রকে একসঙ্গে মিলিয়ে প্রতিবারই কলকাতা চলচ্চিত্র উৎসবে ডকুমেন্টারি ক্যাটাগরিতে দেখানো হয় বেশ কিছু ছবি ৷ ২৩ তম কলকাতা চলচ্চিত্র উৎসবও এর থেকে আলাদা নয় ৷ এবারও ৪২ টি ছবি দেখানো হচ্ছে এই ক্যাটাগরিতে ৷ আর যার মধ্যে উল্লেখযোগ্য অমিতাভ বচ্চন, ঋতুপর্ণ ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফিল্ম কেরিয়ার নিয়ে তৈরি তথ্য চিত্র!
‘ আই হ্যাভ সামথিং টু সে...’ এই নামেই পরিচালক মুকেশ শর্মা তৈরি করেছেন অমিতাভ বচ্চনকে নিয়ে একটি তথ্য চিত্র ৷ যে ছবিতে উঠে আসবে অমিতাভের ফিল্ম কেরিয়ার, জীবন নিয়ে নানা কথা ৷ আর এই ছবি তৈরি হয়েছে বিগ বি-র সঙ্গে সাক্ষাৎকার ও অভিজ্ঞতার ওপর নির্ভর করেই ৷ প্রয়াত সাংবাদিক ও লেখক কে এ আব্বাসের লেখা সাক্ষাৎকার ও চিত্রনাট্যকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷
advertisement
তবে শুধু বিগ বি নয়, এবারের কলকাতা চলচ্চিত্রের ডকু ক্যাটাগরিতে দেখানো হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফিল্ম কেরিয়ার, সাক্ষাৎকার নিয়ে তৈরি হওয়া তথ্য চিত্র ৷ তথ্য চিত্রের নাম ফর সিনেমা অনলি ৷ তথ্য চিত্রটি তৈরি করেছেন মিতালি ঘোষ ও সম্রাট ৷ চলচ্চিত্র উৎসবে তথ্য চিত্র বিভাগে দেখানো হবে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে নিয়ে নিয়ে তৈরি তথ্য চিত্রও ৷ যেখানে উঠে আসবে ঋতুপর্ণ ঘোষের ছবি তৈরির শৈলী, প্রেক্ষাপটই৷ তথ্য চিত্রের নাম সন্ধের পাখি ৷ পরিচালক সঙ্গীতা দত্ত ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কলকাতা চলচ্চিত্র উৎসব: তথ্য চিত্রে ধরা দেবে অমিতাভ, ঋতুপর্ণ, প্রসেনজিতের রিয়েল লাইফ স্ক্রিপ্ট !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement