জন্মদিনে বিটব্লাস্টার্সের প্রথম গানের অ্যালবাম, নতুন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে কলকাতার ব্যান্ড
- Published by:Teesta Barman
- Written by:Manash Basak
Last Updated:
এঁদের সঙ্গীতে কিছু সামাজিক বার্তাও থাকে। গত বছর তাঁরা একটি মিউজিক ভিডিও, 'প্যারাসাইক্লোন' প্রকাশ করেছিলেন। গানটা বিভিন্ন শিল্পীদের উৎসর্গ করা হয়েছিল, যাঁরা কোভিড অতিমারির সময়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন।
#কলকাতা: শহরের পরিচিত ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম বিটব্লাস্টার্স। তাদেরই অষ্টম জন্মদিনে প্রথম অ্যালবামের ঘোষণা করল৷ ব্যান্ডের মূল কারিগর হিমাদ্রি শেখর দাস ছাড়াও শহরের বেশ কিছু খ্যাতিমান যন্ত্রসংগীত শিল্পী রয়েছেন এই ব্যান্ডে যেমন, নমিত বাজোরিয়া, রণিত দাস, চিরঞ্জিত সরকার, শুভদীপ কুন্ডু চৌধুরী, রিতম গায়েন।
সম্প্রতি ব্যান্ডের জন্মদিনে কেক কেটে, লাইভ পারফর্মেন্সের মাধ্যমে সদস্যরা ব্যান্ডের জন্মদিন উদযাপন করলেন।

advertisement
প্রখ্যাত তালবাদ্য বাদক হিমাদ্রি শেখর দাসের ব্রেনচাইল্ড বিটব্লাস্টার্স ২০১৫-এ যাত্রা শুরু করে। এক সৃজনশীল সংগীতশিল্পী হওয়ায় তিনি সর্বদা বাদ্য নিয়ে নতুন ধারার চিন্তা করে এসেছেন। এবং তারই ফল স্বরূপ এই ব্যান্ডের পরিকল্পনা করা হয়। ব্যান্ডটি বিশ্বজুড়ে সংগৃহীত বিভিন্ন পার্কাশন ইনস্ট্রুমেন্টে সমৃদ্ধ।
advertisement
এঁদের সঙ্গীতে কিছু সামাজিক বার্তাও থাকে। গত বছর তাঁরা একটি মিউজিক ভিডিও, 'প্যারাসাইক্লোন' প্রকাশ করেছিলেন। গানটা বিভিন্ন শিল্পীদের উৎসর্গ করা হয়েছিল, যাঁরা কোভিড অতিমারির সময়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এই মিউজিক ভিডিও ইতিবাচকতার কথা বলে। গানে এই আশাই করা হয়েছিল, যাতে আবার লাইভ মিউজিক ফিরে আসুক মঞ্চে। যা করোনার প্রকোপে বন্ধ হয়ে গিয়েছিল।
advertisement
হিমাদ্রি শেখর দাস বলেন, "এটা একটা মনে রাখার মতো যাত্রা। আমরা সবসময়ই অপ্রচলিত বাদ্য যন্ত্রগুলি নিজেদের কাজে ব্যবহার করতে পছন্দ করি, যা দর্শকরা শুনতে পছন্দ করেন।" নমিত বাজোরিয়া বলেন, "আমরা নতুন ধরনের সাউন্ডস্কেপ তৈরি করি। আমাদের এখনও কোনও অ্যালবাম নেই। তাই নতুন বছরে আমাদের প্রথম যন্ত্রসঙ্গীতের অ্যালবামের পরিকল্পনা করেছি। নতুন বছরেই প্রকাশ করছি।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2023 10:18 AM IST