Koffee With Karan 8 Ranveer Singh: পর পর সুপারফ্লপ ছবি, রণবীর সিংকে 'ভয়ঙ্কর' অবস্থা থেকে ঘুরে দাঁড় করায় রকি রান্ধাওয়া! কে তিনি?

Last Updated:

Koffee With Karan 8 Ranveer Singh: এবারের কফির কাউচে প্রথম অতিথি হয়ে এসেছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

রণবীর ও দীপিকা
রণবীর ও দীপিকা
মুম্বই: শুরু হয়ে গিয়েছে কফি উইথ করণের সিজন আট। আর এবারের কফির কাউচে প্রথম অতিথি হয়ে এসেছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তারকা দম্পতির প্রথমবারের সাক্ষাৎকারেই জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেছেন সঞ্চালক করণ জোহর। শো-তেই রণবীরের মুখে শোনা গিয়েছ পর পর ফ্লপ ছবির প্রভাবে কী অবস্থা হয়েছিল তাঁর।
৮৩, জয়েশভাই জোরদার ও সার্কাস ছবিগুলি সম্প্রতি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সেখানে নতুন করে আশার আলো দেখিয়েছে রকি অওর রানি কি প্রেম কাহানি ছবিটি। আলিয়া ভাট ও রণবীর সিংয়ের এই ছবি বক্স অফিসে প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করেছে বলে খবর। ছবিতে রণবীরের চরিত্রের নাম ছিল রকি রান্ধাওয়া। ছবি ফ্লপের কারণ হিসেবে করোনার একাধিক ভ্যারিয়েন্টের কথাও বলেছেন রণবীর। যার ফলে ছবিগুলি বেশি মানুষের কাছে পৌঁছতেই পারেনি।
advertisement

View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

advertisement
advertisement
আরও পড়ুন: সহজ এই অভ্যেসগুলি আপনার আয়ু বাড়াতে পারে ২০ বছর, চাঞ্চল্যকর দাবি গবেষণায়
পর পর ছবির ফ্লপে ভেঙে পড়েছিলেন রণবীর সিং। সেখান থেকে নিজেকে সামনে এগিয়ে নিয়েছেন নতুন ছবি করে, সেকথাও জানান নায়ক। নতুন সিজনের প্রথম পর্বের অতিথি হিসেবে হাজির হবেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। দুই তারকাই এ দিন কালো পোশাক পরে হাজির হয়েছেন। বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হয় এই পর্ব।
advertisement
আরও পড়ুন: বাজারে হয়তো তাকিয়েও দেখেন না লাউ শাক, উপকার জানলে এখনই কিনতে ছুটবেন!
এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়েছে এই শো-এর প্রথম পর্বের ঝলক। করণ জোহরকে কালো স্যুট পরে দেখা মেলে। ‘বলিউড রয়্যালটি’ দীপিকা এবং রণবীরকে কফি সোফায় প্রথমবারের মতো স্বাগত জানিয়েছেন করণ। কালো পোশাক পরে দুই অভিনেতা একে অপরের কাছাকাছি বসে কাউচে, তাঁদের একসঙ্গে দেখে ‘স্মোকিন হট’ বলে উল্লেখ করেন করণ। রণবীরও কৌতুকের ছলে ‘ঠারকি আঙ্কেল’ বলে ডাকেন করণকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koffee With Karan 8 Ranveer Singh: পর পর সুপারফ্লপ ছবি, রণবীর সিংকে 'ভয়ঙ্কর' অবস্থা থেকে ঘুরে দাঁড় করায় রকি রান্ধাওয়া! কে তিনি?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement