Kishwer Merchant : মা হলেন কিশ্বর মার্চেন্ট, ‘সুকিশ’-এর পরিবারে নতুন অতিথি

Last Updated:

অভিনেতা দম্পতি কিশ্বর মার্চেন্ট (Kishwer Merchant ) এবং সুয়াশ রাই-এর (Suyassh Rai) পরিবারে নতুন অতিথি ৷

মুম্বই : অভিনেতা দম্পতি কিশ্বর মার্চেন্ট (Kishwer Merchant ) এবং সুয়াশ রাই-এর (Suyassh Rai) পরিবারে নতুন অতিথি ৷ শুক্রবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কিশ্বর ৷ সন্তানলাভের খবর জানিয়েছেন সামাজিক মাধ্যমে ৷ সঙ্গে শেয়ার করেছেন নবজাতকের ছবিও ৷ পুত্রসন্তানের মা হওয়ার খবর দিয়ে কিশ্বর লিখেছেন, ‘স্বাগতম বেবি রাই !’
অনুরাগীদের কাছে কিশ্বর ও সুয়াশের জুটির আদরের ডাকনাম ‘সুকিশ’ ৷ তাঁদের প্রেমের সূত্রপাত ২০১০-এ ৷ বিয়ে করেন ৬ বছর পর, ২০১৬ সালে ৷ অন্তঃসত্ত্বা পর্বের একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কিশ্বর ৷ সাধভক্ষণ থেকে শুরু করে মাতৃত্বলাভের বিভিন্ন মুহূর্ত-এই জুটি জীবনের এই বিশেষ পর্বের প্রতি মুহূর্ত উপভোগ করেছেন ৷ তবে তাঁরা নবজাতকের কী নাম রেখেছেন, এখনও জানাননি ৷
advertisement
১৯৯৭ সালে ‘শক্তিমান’ ধারাবাহিক দিয়ে আত্মপ্রকাশ কিশ্বরের ৷ এর পর ‘হিপ হিপ হুররে’, ‘হেলো ফ্রেন্ডস’, ‘শসসসস কোই হ্যায়’, ‘কুটুম্ব’, ‘ধড়কন’, ‘দেশ মেঁ নিকলা হোগা চাঁদ’, ‘কসৌটী জিন্দগী কে’, ‘পিয়া কা ঘর’, ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘কসম সে’, ‘খিচড়ী’, ‘হাতিম’-সহ একাধিক ধারাবাহিকে নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন ৷ তাঁকে দেখা গিয়েছে ‘ভেজা ফ্রাই টু’ ছবিতেও ৷ অন্যদিকে সুয়াশ অভিনয় করেছেন ‘ইয়ে হ্যায় আশিকী’, ‘এক থা রাজা এক থি রানি’, ‘রিশতা লিখেঙ্গে হম নয়া’-সহ বেশ কিছু ধারাবাহিকে ৷ ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’-এও দেখা গিয়েছে তাঁকে ৷
advertisement
advertisement
প্রসঙ্গত কিশ্বরের থেকে বয়সে 8 বছরের ছোট সুয়াশ ৷ কিন্তু বয়সের ব্যবধান ছায়া ফেলেনি তাঁদের দাম্পত্যে ৷ সংসার ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখতে জানেন এই তারকা দম্পতি ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kishwer Merchant : মা হলেন কিশ্বর মার্চেন্ট, ‘সুকিশ’-এর পরিবারে নতুন অতিথি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement