কিশোর কুমারের সুপারহিট গানের রিমেকের ভিডিও শ্যুট করে ফেসবুকে ভাইরাল ভাই-বোন

Last Updated:

সুপারহিট ভিডিও ফেসবুকে তুমুল ঝড় তুলেছে

#হাওড়া: বাংলা চলচ্চিত্রই শুধু নয়, ভারতীয় চলচ্চিত্রের এক নির্ভরযোগ্য নাম কিশোর কুমার গঙ্গোপাধ্যায় বা আমাদের সবার প্রিয় কিশোর কুমার ৷ তিনি শুধুই আজ বাঙালির নন, তিনি সারা দেশের, সারা বিশ্বের ৷ বাংলার পাশাপাশি হিন্দি, ওড়িয়া, পঞ্জাবি-সহ একাধিক আঞ্চলিক ভাষায় গান গেয়ে প্রতিটি মানুষের মনে চারকালীন একটি জায়গা করে নিয়েছেন ৷
হরে রামা হরে কৃষ্ণা ছবির অন্যতম একটি সুপারহিট গান তাঁর গলায় গাওয়া হয়েছে ৷ ছবিটির নাম ফুলকা তারো কা সবকা কহনা হ্যায় ৷ এক হারিয়ে যাওয়া ভাইবোনের গল্প ফুটে উঠেছে পুরো গানে ৷ অবশ্য এই গানটি লতা মঙ্গেশকরের কন্ঠেও গাওয়া হয়েছে ৷ কিশোর কুমারের গানে অভিনয় করতে দেখা গিয়েছে বলিউডের এভারগ্রিন অভিনেতা দেব আনন্দ ও জিনাম আমন ৷
advertisement
advertisement
সেই কালজয়ী সুপারহিট গানের রিমেকেই মেতে উঠেছেন আজকের দিনের ভাইবোন ৷ তবে এরই মাঝে সময় কেটেছে অনেকটাই, তবুও ভাইবোনের সম্পর্ক আজও একই আছে ৷ তাই একবার শুনে নিন ও দেখে নিন সেই গানটি ৷ যা ফেসবুকে ঝড় তুলেছে ৷ হয়েছে ভাইরালও ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কিশোর কুমারের সুপারহিট গানের রিমেকের ভিডিও শ্যুট করে ফেসবুকে ভাইরাল ভাই-বোন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement