Laapataa Ladies: অস্কারের মঞ্চে এবার 'লাপাতা লেডিজ', স্বপ্নপূরণ কিরণের, মুকুটে জুড়ল নয়া পালক

Last Updated:

Laapataa Ladies: পরিচালক কিরণ রাওয়ের মুকুটে নয়া পালক৷ এবার অস্কারে যাচ্ছে পরিচালক কিরণ রাও পরিচালিত ছবি 'লাপাতা লেডিজ'৷

অস্কারের মঞ্চে এবার 'লাপাতা লেডিজ'
অস্কারের মঞ্চে এবার 'লাপাতা লেডিজ'
পরিচালক কিরণ রাওয়ের মুকুটে নয়া পালক৷ এবার অস্কারে যাচ্ছে পরিচালক কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিজ’৷ বক্স অফিসে সুপারহিট এই ওয়েব সিরিজ৷ ছবির ট্রেলার দেখেই বেশ খানিকটা আঁচ পাওয়ার গিয়েছিল৷ তারপর থেকেই ফুল-দীপক জুটির মিষ্টি প্রেম মুহূর্তের মধ্যে দর্শকদের মন কেড়ে নিয়েছে৷
অতি সাধারণ একটি সামাজিক পটভূমিতে তৈরি ওয়েবসিরিজ যেন রাতারাতি কেড়ে নিয়েছে সুপারহিটের তকমা৷ ছবির মধ্যে ছিল না বিশেষ কোনও চাকচিক্য, জমকালো চমক, এত সাদামাটা গল্পটা এভাবে যে ভালবেসে গ্রহণ করবে দর্শক,তারই প্রতিফলন এটা ৷ অবশেষে পরিচালক কিরণ রাওয়ের স্বপ্নপূরণ হল৷
advertisement
advertisement
২০২৫-এর অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নমিনেশনে ভারত থেকে প্রথম ছবি হিসাবে নাম ঘোষিত হয়েছে পরিচালক কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’-এর। মোট ২৯টা ছবির মধ্যে সেরার সেরা ছবির মধ্যে জায়গা পেল কিরণের এই ছবি। তবে সেই তালিকায় রয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ও ‘আত্তম’।
advertisement
সোমবার সিলেকশন কমিটির পক্ষ থেকে ছবির নাম ঘোষণা করা হয়েছে। প্রতিবারের মতো ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ঠিক করে কোন ছবি ভারতের হয়ে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে অস্কার দৌড়ে সামিল হবে। সেই নামই প্রকাশ্যে আসতেই উঠে এল কিরণের ‘লাপাতা লেডিস’-এর নাম।
তবে কিরণ তাঁর ছবি নিয়ে শুরু থেকেই নিশ্চিত ছিলেন৷ সম্প্রতি তিনি জানিয়েছিলেন, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই) সেরা ছবি হিসেব বেছে নেবে তাঁর ছবিকে৷ তিনি ফেব্রুয়ারির শুরুতে সিনেমাটির প্রেস স্ক্রিনিংয়ে বলেছিলেন, আমাদের প্রথম স্বীকৃতি বক্স অফিসে দর্শকদের প্রতিক্রিয়া থেকে আসে। দর্শক ও দেশ যদি আমাদের কাজের প্রশংসা করে, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রশংসা৷ এবার সেই স্বপ্নপূরণ হল কিরণ রাওয়ের৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Laapataa Ladies: অস্কারের মঞ্চে এবার 'লাপাতা লেডিজ', স্বপ্নপূরণ কিরণের, মুকুটে জুড়ল নয়া পালক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement