পোশাক তো নয়, যেন কন্ডোম ! ভাইরাল কিম কার্দেশিয়নের ভিডিও
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
সে কম্ম চুপিচুপি নয়, বরং গোটা দুনিয়াকে জানানোর জন্য ভিডিও শেয়ার করলেন!
#লস এঞ্জেলেস: সত্যি লোকে পারেও বটে ৷ যেখানে গোটা বিশ্ব করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে বেঁচে থাকার জন্য, সেই সময়ে এক নামকরা সোশ্যালাইট হয়ে এরকম কম্ম ! তাও আবার সে কম্ম চুপিচুপি নয়, বরং গোটা দুনিয়াকে জানানোর জন্য ভিডিও শেয়ার করলেন!
হ্যাঁ, এমনই এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন জনপ্রিয় সোশ্যালাইট, টিভি সঞ্চালক, ফ্যাশনিস্তা কিম কার্দেশিয়ন৷ সম্প্রতি তিনি এক ভিডিও আপলোড করে দেখিয়েছেন, কীভাবে তিনি এক পার্টির জন্য তৈরি হচ্ছেন৷ আর এই পার্টির পোশাই ছিল একেবারে রাবারের তৈরি !
এখানেই শেষ নয়, সেই ভিডিও আপলোড করে কিম লিখেছেন, পোশাক তো নয়, এ যেন কন্ডোম ! বাপের জন্মে এই প্রথম গোটা শরীরে কন্ডোম পরতে হল ৷
advertisement
advertisement
বরাবরাই অদ্ভুত পোশাক পরার জন্য নাম রয়েছে কিমের৷ আর এবার কন্ডোম পোশাক ! কিমের এই ভিডিও দেখে অনেকেই বলছেন, করোনা আক্রান্ত বিশ্বের এই দুর্দিনে এটা কি করতেই হতো কিম? মানুষ হিসেবে কী কোনও দায়িত্ব নেই আপনার?
কিন্তু কিম স্পিক টি নট !
দেখুন সেই ভিডিও----
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2020 6:02 PM IST