Kili Paul Nails 'Violence Violence' Dialogue from KGF Chapter 2: গ্রামের পোশাকে নয়, শুট-বুটে কিলি পল! এবার মুখে KGF Chapter 2-এর ডায়লগ

Last Updated:

Kili Paul Nails 'Violence Violence' Dialogue: তানজানিয়ার গ্রামের পোশাকে নয়! কিলি পলের মুখে কেজিএফ চ্যাপ্টার টু-এর ডায়ালগ শুনেছেন?

#কলকাতা: কিলি পল। নামটার সঙ্গে এখন ইন্টারনেট ব্যবহারকারীরা পরিচিত। এই কিলি পলের সঙ্গে ভারতের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে গত কয়েক মাসে। কিলি পল বলিউডের ভক্ত। মাঝেমধ্যেই বলিউডের বিভিন্ন গানে তাঁকে নাচতে দেখা যায়। সেই সব নাচ বা গানের কথায় ঠোঁট মেলানোর ভিডিও কিলি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
কিলি পল এবং নিমা পল। দুই ভাইবোনকে সাধারণত দেখা যায় তাঁদের মতো পোশাকে। কিন্তু সম্প্রতি যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে তানজানিয়ার পোশাক ছেড়ে কিলি পলকে দেখা গেল স্যুট, বুট ও ব্লেজার পরা অবস্থায়। কিলির নতুন এই রূপ দেখে অনেকেই অবাক। আসলে কিলি পল এবার দক্ষিণী সুপারস্টার যশের মতো সাজলেন।
advertisement
আরও পড়ুন- মেহেন্দি হাতে রণবীরের বাহুডোরে আলিয়া, দিলেন বিরাট সারপ্রাইজ! দেখুন ভাইরাল ছবি
'ইন্টারনেট সেনসেশন কিলি পল' মাঝেমধ্যেই রিল পোস্ট করেন। ব্যাপক ভাইরাল হয় সেইসব রিল। ইনস্টাগ্রামে 'শেরশাহ' (Sher Shah) ছবির 'রাতা লম্বিয়া' গানের সঙ্গে লিপ সিঙ্ক করে জনপ্রিয় হয়েছিলেন কিলি পল ও তাঁর বোন। শেরশাহ সিনেমার অভিনেতা ও অভিনেত্রী সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) শেয়ার করেছিলেন কিলির সেই রিল।
advertisement
advertisement
এবার তানজানিয়ার ঐতিহ্যবাহী পোশাক ছেড়ে শুট-বুটে দেখা গেল কিলি পলকে। কেন হঠাত্ এমন ভোলবদল! কিলি আসলে এবার যশের সিনেমা কেজিএফ- চ্যাপ্টার টু-এর একটি জনপ্রিয় ডায়লগে লিপ সিঙ্ক করেছেন। তবে এবার তিনি কিছুটা অভিনয়ও করলেন। আর এবারও সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল।
advertisement
আরও পড়ুন- ব্রহ্মাস্ত্রে রণবীর, আলিয়া, অমিতাভ, নাগার্জুনের পারিশ্রমিক কত? মাথা ঘুরবে শুনেই
'ছোট্ট অভিনয়।' এমনটা বলেই এবারের রিল শুরু করেছিলেন কিলি। তবে অভিনয়ের থেকেও তাঁর নতুন সাজ বেশি হিট হল। অনেকেই কিলিকে নতুন পোশাকে দেখে অবাক। কেউ কেউ তো বললেন, তাঁকে এবার বলিউড ডেকে নিতে পারে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kili Paul Nails 'Violence Violence' Dialogue from KGF Chapter 2: গ্রামের পোশাকে নয়, শুট-বুটে কিলি পল! এবার মুখে KGF Chapter 2-এর ডায়লগ
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement