কৃষ্ণা অভিষেকের সঙ্গে ঝামেলার কারণেই কি কপিল শর্মার শো ছেড়ে দিচ্ছেন কিকু শারদা? সমস্ত জল্পনার মাঝে মুখ খুলে এ কী বললেন অর্চনা পূরণ সিং…

Last Updated:

সকলের মনে একটাই প্রশ্ন - কমেডি তারকা কিকু শারদা কি সত্যি সত্যিই নেটফ্লিক্সের হিট শো ছেড়ে বেরিয়ে যাচ্ছেন? আর সহ-অভিনেতা কৃষ্ণা অভিষেকের সঙ্গে ঝগড়ার কারণেই কি এমনটা ঘটল? আসলে একটি ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়েছে।

News18
News18
বিগত কয়েক দিন ধরেই ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর ভক্তদের মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে। সকলের মনে একটাই প্রশ্ন – কমেডি তারকা কিকু শারদা কি সত্যি সত্যিই নেটফ্লিক্সের হিট শো ছেড়ে বেরিয়ে যাচ্ছেন? আর সহ-অভিনেতা কৃষ্ণা অভিষেকের সঙ্গে ঝগড়ার কারণেই কি এমনটা ঘটল? আসলে একটি ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে যে, সেটে দুই অভিনেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। এরপর থেকেই শুরু হয়েছে জোর গুঞ্জন। কিন্তু এবার মুখ খুলে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন অর্চনা পূরণ সিং।
কপিল শর্মার শোয়ের এই চলমান সিজনের জন্য সম্প্রতি শ্যুটিং শেষ করেছেন কিকু। তিনি ‘রাইজ অ্যান্ড ফল’ নামে একটি নতুন রিয়েলিটি সিরিজে চলে যাচ্ছেন। আর নেটফ্লিক্স ইন্ডিয়ার জনপ্রিয় কমেডি শো-এর সঙ্গে আর কোনও চুক্তি বাকি নেই তাঁর। ফলে একেবারে ঝাড়া হাত-পায়েই আপাতত নতুন শোয়ে যোগ দিচ্ছেন কিকু। সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদন থেকে জানা গিয়েছিল যে, Amazon MX Player-এর রিয়েলিটি সিরিজে যোগ দেওয়ার জন্য তিনি কপিল শর্মার শো ছাড়তে পারেন অথবা সেই শো থেকে বিরতি নিতে পারেন।
advertisement
advertisement
advertisement
কিকু শারদা এবং কৃষ্ণা অভিষেকের সঙ্গে ঝামেলার জল্পনা:
এদিকে পাপারাৎজি Viral Bhayani সম্প্রতি একটি ক্লিপ ভাগ করে নিয়েছেন। যেখান থেকে কপিল শর্মার শিবিরে ঝামেলার ইঙ্গিত মিলেছে। যার জেরে শো ছেড়ে বেরিয়ে যাচ্ছেন কিকু। ফলে সেই জল্পনার আগুনে আরও ঘি পড়েছে। কৃষ্ণা অভিষেকের সঙ্গে সেটে ঝামেলার সময়টাতেও মিল পাওয়া গিয়েছে। যদিও The Indian Express-এর প্রতিবেদন অনুযায়ী, এই গোটা ঝগড়াটাই ছিল একটা প্র্যাঙ্ক। যা করা হয়েছিল একজন অতিথির সঙ্গে। এরপরেও অবশ্য দুই অভিনেতাই অন্যান্য এপিসোডের জন্য শ্যুটিং করেছেন।
advertisement
নীরবতা ভাঙলেন অর্চনা পূরণ সিং:
এই জল্পনা পুরোপুরি ভাবে নস্যাৎ করে দিয়েছেন অর্চনা পূরণ সিং। The Indian Express-এ তাঁর বক্তব্য উল্লেখ করেছে। যেখানে তিনি বলেছেন যে, এই জল্পনা একেবারেই সত্য নয়।
কিকু শারদার আসন্ন কাজ:
পরবর্তী পদক্ষেপ হিসেবে ‘Rise & Fall’ শোয়ে নিজের ভাগ্য অন্বেষণ করতে চলেছেন কিকু। এই শোটি সঞ্চালনা করবেন অ্যাশনীর গ্রোভার। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, কপিলের শোয়ে নিজের কাজ সম্পন্ন করার পরেই তিনি চুক্তিতে স্বাক্ষর করেছেন। ফলে কিকু আরও একবার প্রমাণ করে দিয়েছেন যে, তিনি ভীষণ ভাবে পেশাদার একজন অভিনেতা।
advertisement
Krushna Abhishek and Kiku Sharda, Archana Puran Singh, The Great Indian Kapil Show, Bollywood, Entertainment
বাংলা খবর/ খবর/বিনোদন/
কৃষ্ণা অভিষেকের সঙ্গে ঝামেলার কারণেই কি কপিল শর্মার শো ছেড়ে দিচ্ছেন কিকু শারদা? সমস্ত জল্পনার মাঝে মুখ খুলে এ কী বললেন অর্চনা পূরণ সিং…
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement