Karnataka Politics: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁসের হুমকি, বিজেপিতে যাওয়ার আগে বিস্ফোরক কন্নড় অভিনেতা

Last Updated:

Karnataka Politics: কিচ্চা সুদীপকে চিঠিতে হুমকি দেওয়া হয় তাঁর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোস্যাল মিডিয়ায় ফাঁস করা হবে

কিচ্চা সুদীপের ফাইল ছবি
কিচ্চা সুদীপের ফাইল ছবি
বেঙ্গালুরু: তাঁকে যে হুমকি চিঠি দেওয়া হয়েছিল সে কথা খোলাখুলিই জানিয়ে দিলেন কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ। আগামী ১০ মে কর্নাটকের বিধানসভা নির্বাচন। আর তার এক মাস আগে বুধবার কন্নড় ফিল্মি দুনিয়ায় জনপ্রিয় মুখ কিচ্চা সুদীপের বিজেপিতে যোগদান কর্ণাটকের রাজনীতিতে যথেষ্ট সাড়া ফেলেছে।
বুধবার সেই যোগদান পর্বের আগে ওই কন্নড় অভিনেতা সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, তাঁকে হুমকি চিঠি পাঠানো হয়েছিল। একইসঙ্গে সুদীপের অভিযোগ, ফিল্মি দুনিয়ার কোনও একজন তাঁকে ওই চিঠি পাঠিয়েছেন। আর চিঠি কার কাছ থেকে এসেছে তাও তিনি জানেন। কিন্ত ওই চিঠির যোগ্য জবাব তিনি যথা সময়ে দেবেন। ওই চিঠিতে হুমকি দেওয়া হয়েছিল তাঁর কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে 'বাহিনী' কাঁটা? ১ লক্ষ ৮০ হাজার পুলিশ মিলবে কী করে? চিন্তায় নির্বাচন কমিশন
কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই জোর কদমে প্রচারে নেমে পড়েছে শাসক-বিরোধী সবপক্ষই। এবারের নির্বাচনে শুধুমাত্র হেভিওয়েট প্রার্থীই নয়, তারকা প্রার্থীদেরও প্রচারে নামাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। অবশ্য সে তালিকায় সব থেকে এগিয়ে বিজেপি। দলীয় সূত্রের খবর, একাধিক কন্নড় তারকাদের প্রচারের পাশাপাশি দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে অন্যতম হলেন কিচ্চা সুদীপ।
advertisement
এটাই কিচ্চা সুদীপের রাজনীতিতে আত্মপ্রকাশ হবে। সূত্রের খবর, তিনি রাজ্য জুড়েই প্রচার চালাবেন। রাজ্যে অভিনেতার যে বিপুল সমর্থন রয়েছে, আসন্ন নির্বাচনে সেটিকেই হাতিয়ার করার পরিকল্পনা করছে গেরুয়া শিবির। বুধবার কর্ণাটকের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাঁর সাংবাদিক বৈঠকের আগে সুদীপ অবশ্য একটি বিষয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনওভাবেই নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক নন। আর কাউকে টিকিট দেওয়ার ব্যাপারে তিনি বিজেপি নেতাদের কাছে অনুরোধ করেননি।
advertisement
আর নানা জল্পনার মধ্যে কেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন তাও স্পষ্ট করে দিয়েছেন সুদীপ। কন্নড় তারকার বক্তব্য, যারা তাঁর বিপদের সময় পাশে থেকেছেন তিনিও তাঁদের হয়েই প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে অন্য কোনও কারণ খুঁজতে যাওয়ার প্রয়োজন নেই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Karnataka Politics: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁসের হুমকি, বিজেপিতে যাওয়ার আগে বিস্ফোরক কন্নড় অভিনেতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement