Kiara Advani: কিয়ারার নতুন লুকে কুপোকাত নেটপাড়া, উপচে পড়ছে যৌবন, ভাইরাল ভিডিও দেখে এষা বলে ভুল হল ভক্তদের

Last Updated:

Kiara Advani: সম্প্রতি দোহা থেকে ঘুরে এলেন কিয়ারা। সেখানে মঞ্চে ‘কবীর সিং’-এর গানে সহ-অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে নাচ করে এলেন তিনি।

কিয়ারার নতুন লুকে কুপোকাত নেটপাড়া, উপচে পড়ছে যৌবন, ভাইরাল ভিডিও দেখে এষা বলে ভুল হল ভক্তদের
কিয়ারার নতুন লুকে কুপোকাত নেটপাড়া, উপচে পড়ছে যৌবন, ভাইরাল ভিডিও দেখে এষা বলে ভুল হল ভক্তদের
মুম্বই: যেন মৎসকন্যা। প্রখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য কিয়ারা আডবাণীর নতুন সাজ তাক লাগিয়ে দিয়েছে ভক্তদের। সবুজ পরীর মতো সেজেছেন নতুন বউ। সিদ্ধার্থ মালহোত্রার স্ত্রীর নতুন সাজের ভিডিও ইতিমধ্যে ভাইরাল চারদিকে।

View this post on Instagram

A post shared by KIARA (@kiaraaliaadvani)

advertisement
advertisement
চুলে দিয়েছেন চাইনিজ ছাট। হাওয়ায় চুল উড়ে উড়ে সারা মুখে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। সবুজ ঢেউয়ের মতো পোশাক শরীরে ভেসে ভেসে বেড়াচ্ছে। ফোটোশ্যুটের জন্য পোজ দিচ্ছেন বলি তারকা। সেটিরই বিটিএস ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী কিয়ারা।
তাঁর পরনে আছে চকমকে সবুজ ব্রালেট। সঙ্গে মানানসই চাপা স্কার্ট। তবে কিয়ারার এই নতুন লুকে তাঁকে অনেকটা এষা দেওলের মতো লাগছে বলে মনে করছেন কেউ কেউ। মন্তব্য বাক্সে সে কথা লিখেছেন একাধিক নেটিজেন।
advertisement
সম্প্রতি দোহা থেকে ঘুরে এলেন কিয়ারা। সেখানে মঞ্চে ‘কবীর সিং’-এর গানে সহ-অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে নাচ করে এলেন তিনি। একইসঙ্গে শোনা যাচ্ছে, তিনি আলিয়া ভাট এবং রণবীর সিংয়ের সঙ্গে সঞ্চয় লীলা ভন্সালির পরবর্তী ছবি ‘বৈজু বাওরা’তেও দেখা দেবেন। সেই খবরে অবশ্য নির্মাতাদের তরফে কোনও শিলমোহর পড়েনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kiara Advani: কিয়ারার নতুন লুকে কুপোকাত নেটপাড়া, উপচে পড়ছে যৌবন, ভাইরাল ভিডিও দেখে এষা বলে ভুল হল ভক্তদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement