Kiara Advani: কিয়ারার নতুন লুকে কুপোকাত নেটপাড়া, উপচে পড়ছে যৌবন, ভাইরাল ভিডিও দেখে এষা বলে ভুল হল ভক্তদের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Kiara Advani: সম্প্রতি দোহা থেকে ঘুরে এলেন কিয়ারা। সেখানে মঞ্চে ‘কবীর সিং’-এর গানে সহ-অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে নাচ করে এলেন তিনি।
মুম্বই: যেন মৎসকন্যা। প্রখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য কিয়ারা আডবাণীর নতুন সাজ তাক লাগিয়ে দিয়েছে ভক্তদের। সবুজ পরীর মতো সেজেছেন নতুন বউ। সিদ্ধার্থ মালহোত্রার স্ত্রীর নতুন সাজের ভিডিও ইতিমধ্যে ভাইরাল চারদিকে।
advertisement
advertisement
চুলে দিয়েছেন চাইনিজ ছাট। হাওয়ায় চুল উড়ে উড়ে সারা মুখে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। সবুজ ঢেউয়ের মতো পোশাক শরীরে ভেসে ভেসে বেড়াচ্ছে। ফোটোশ্যুটের জন্য পোজ দিচ্ছেন বলি তারকা। সেটিরই বিটিএস ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী কিয়ারা।
তাঁর পরনে আছে চকমকে সবুজ ব্রালেট। সঙ্গে মানানসই চাপা স্কার্ট। তবে কিয়ারার এই নতুন লুকে তাঁকে অনেকটা এষা দেওলের মতো লাগছে বলে মনে করছেন কেউ কেউ। মন্তব্য বাক্সে সে কথা লিখেছেন একাধিক নেটিজেন।
advertisement
আরও পড়ুন: পাঁচফোড়ন মুর্গি থেকে তোপসে ফ্রাই, পুরনো দিনের বাঙালি খাবারে বাজিমাত বৈদিক ভিলেজের, জানুন পুজোর মেনু
সম্প্রতি দোহা থেকে ঘুরে এলেন কিয়ারা। সেখানে মঞ্চে ‘কবীর সিং’-এর গানে সহ-অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে নাচ করে এলেন তিনি। একইসঙ্গে শোনা যাচ্ছে, তিনি আলিয়া ভাট এবং রণবীর সিংয়ের সঙ্গে সঞ্চয় লীলা ভন্সালির পরবর্তী ছবি ‘বৈজু বাওরা’তেও দেখা দেবেন। সেই খবরে অবশ্য নির্মাতাদের তরফে কোনও শিলমোহর পড়েনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 8:39 PM IST